মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, আজ কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটে নাগাদ। দক্ষিণেশ্বর, নোয়াপাড়া এবং কবি সুভাষ স্টেশন থেকে শুক্রবার প্রথম মেট্রো পাওয়া যাবে ওই সময়ে। প্রথম মেট্রোর সময় বদলালেও শেষ মেট্রোর সময় বদলাচ্ছে না বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ। আজ ব্লু লাইনে আপ, ডাউন মিলিয়ে মোট ৬০টি পরিষেবা পাওয়া যাবে।
advertisement
আজ শিয়ালদহ এবং সেক্টর ফাইভে মধ্যে আপ এবং ডাউন মিলিয়ে মোট ২২টি পরিষেবা চলবে। দুই পরিষেবার মধ্যে ব্যবধান আধ ঘণ্টার। এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দানের মধ্যেও পরিষেবা কমানো হয়েছে। গ্রিন লাইন-২-তে আজ ৪২টি পরিষেবা পাওয়া যাবে।
আজ সেক্টর ফাইভ এবং শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ৩টেয়। অন্য দিকে, এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দানের মধ্যেও মেট্রো চলাচল শুরু হবে দুপুর থেকেই। গ্রিন লাইন-১ এবং গ্রিন লাইন-২-তে শেষ মেট্রো সূচিতেও পরিবর্তন করা হয়েছে।
মেট্রোরেল জানিয়েছে, আজ সেক্টর ফাইভ এবং শিয়ালদহ থেকে রাত ৮টায় শেষ মেট্রো ছাড়বে। এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান থেকেও শেষ মেট্রো ছাড়বে ওই সময়েই।
আরও পড়ুন: খেলতে খেলতে লিফটের মধ্যে একরত্তি…কেউ দেখল না! তারপর যা ঘটে গেল ভাবতে পারেনি কেউ
কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটে নাগাদ। দক্ষিণেশ্বর, নোয়াপাড়া এবং কবি সুভাষ স্টেশন থেকে শুক্রবার প্রথম মেট্রো পাওয়া যাবে ওই সময়ে। প্রথম মেট্রোর সময় বদলালেও শেষ মেট্রোর সময় বদলাচ্ছে না বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ।
জোকা থেকে মাঝেরহাট ও কবি সুভাষ থেকে রুবির মধ্যে কোনও পরিষেবা আজ পাওয়া যাবে না।