TRENDING:

Kolkata Metro| Sealdah Station: আগামী মাসেই মেট্রো ছুটবে শিয়ালদহ স্টেশন পর্যন্ত! অপেক্ষা স্রেফ সবুজ সংকেতের

Last Updated:

Kolkata Metro| Sealdah Station: খুব শীঘ্রই পরিদর্শনে আসবেন রেলওয়ে সেফটি কমিশনার বা সি আর এস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  নতুন বছরের আগেই চালু হয়ে যেতে পারে শিয়ালদহ মেট্রো স্টেশন। প্রায় চূড়ান্ত স্টেশন পরিকাঠামো। এখন প্রয়োজন শুধু কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন। মেট্রোর হাত ধরেই বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশন। মাটির ওপরে শিয়ালদহ মেট্রোকে ঘিরে চলা কাজ প্রায় শেষের মুখে। ইতিমধ্যেই মেট্রো রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, স্টেশনের ওপরের গেট থেকে শুরু করে পার্কিং স্পেস সবটাই সাজানোর কাজ প্রায় শেষ। খুব শীঘ্রই স্টেশন এলাকার রাস্তাও খোলনলচে বদলে ফেলা হবে। মাটির নীচে যেমন দ্রুত গতিতে কাজ এগোচ্ছে, ঠিক তেমনি ভাবে মাটির ওপরেও কাজ এগোচ্ছে দ্রুত। ফলে লুক বদল হচ্ছে ব্যস্ততম শিয়ালদহ স্টেশন চত্বরের। মেট্রো রেলের হাত ধরেই বদলে যাচ্ছে পূর্ব রেলের অন্যতম বড় স্টেশন শিয়ালদহ।
শিয়ালদহে মেট্রোর চূড়ান্ত প্রস্তুতি।
শিয়ালদহে মেট্রোর চূড়ান্ত প্রস্তুতি।
advertisement

সূত্রের খবর আগামী এক মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে শিয়ালদহ স্টেশন। তার জেরেই বদলে যাবে গোটা স্টেশন চত্বর।ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে শিয়ালদহ। এই স্টেশন ধরেই লক্ষ লক্ষ যাত্রী মেট্রো ব্যবহার করবেন এমনটাই আশাবাদী কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। যেহেতু মেট্রো স্টেশন আর রেলের স্টেশন একেবারেই গা  ঘেঁষে উঠেছে তাই বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে যাত্রীদের সুবিধায়।

advertisement

আরও পড়ুন-রাজীব দলে ফেরায় ক্ষুব্ধ কল্যাণ? গান গানেই বুঝিয়ে দিলেন অনেক কিছু

মাটির ১৬.৫ মিটার নীচে থাকছে মেট্রোর লাইন। শিয়ালদহ স্টেশনের একদিকে ফুলবাগান মেট্রো স্টেশন, অন্যদিকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। যেহেতু এসপ্ল্যানেড মেট্রো স্টেশন জাংশন স্টেশন হতে চলেছে, তাই ধরে নেওয়া হচ্ছে ভিড় নিয়ন্ত্রণে যথাযথ  ব্যবস্থা রাখতে হবে শিয়ালদহ মেট্রো স্টেশনেও।

advertisement

শিয়ালদহ মেট্রো স্টেশন তৈরির দায়িত্বে থাকা আধিকারিক আইটিডি-সিইএম এর চিফ অপারেটিং ম্যানেজার রূপক সরকার জানিয়েছেন, "শিয়ালদহ ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্টেশন হতে চলেছে। কারণ শহরতলির বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে মেট্রো ধরবেন। ফলে ভিড় নিয়ন্ত্রণের জন্যে প্রশস্ত জায়গা এবং যথাযথ ভাবে শিয়ালদহ স্টেশনের উত্তর, মেন এবং দক্ষিণের রেল প্ল্যাটফর্মে পাঠানো সবটা বুঝেই আমরা কাজ করেছি। যাতে মানুষের অসুবিধা না হয়।"

advertisement

আরও পড়ুন- 'আমার দলে যোগ দিন!' বিদেশে প্রস্তাব পেলেন নরেন্দ্র মোদি, কে দিলেন?

যাত্রীদের সুবিধার জন্যে স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি। তার মধ্যে শিয়ালদহ দক্ষিণের দিকে থাকা প্রশস্ত জায়গা দিয়ে সহজেই আসা যাওয়া করা যাবে। সুবিধার জন্যে তাই বেশ চওড়া করা হয়েছে এটি। এছাড়া মেট্রো স্টেশনে ঢোকা ও বেরনোর জন্যে থাকছে একাধিক প্রান্তে সিঁড়ি। স্টেশনে থাকছে মোট ১৮টি এসক্যালেটর। থাকছে মোট ২৭টি টিকিট কাউন্টার। এর মধ্যে বেশ কিছু টিকিট কাউন্টার হবে যারা শারীরিক ভাবে সমস্যায় তাদের জন্যে। বিশেষ ভাবে নীচু করা হয়েছে।এছাড়া যাতায়াতের সুবিধার জন্যে থাকছে মোট ৫টি লিফট। মোট ৩টি প্ল্যাটফর্ম থাকছে। যেহেতু বহু যাত্রী ওঠানামা  করবেন তাই আইল্যান্ড প্ল্যাটফর্ম রাখা হয়েছে।ইতিমধ্যেই স্টেশন সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছে। ফ্লোর সাজানোর কাজ শুরু হয়েছে।

advertisement

সূত্রের খবর,চলতি  মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শিয়ালদহ স্টেশনের জন্যে রেলওয়ে সেফটি কমিশনার পরিদর্শন করে যাবেন। শিয়ালদহ স্টেশন পুজোর আগেই যাত্রী চলাচলের জন্যে প্রস্তুত হয়ে যাবে। রূপক বাবু জানিয়েছেন, ২০২১ সালের ডিসেম্বর মাসের মধ্যেই তারা শিয়ালদহ  স্টেশন মেট্রো রেলের হাতে তুলে দেবেন।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro| Sealdah Station: আগামী মাসেই মেট্রো ছুটবে শিয়ালদহ স্টেশন পর্যন্ত! অপেক্ষা স্রেফ সবুজ সংকেতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল