কলকাতা মেট্রো নেটওয়ার্কের পার্পেল লাইন লম্বায় ১৪ কিলোমিটার ৷ পুরো রুটটি তৈরি হয়ে গেলে নিমেষের মধ্যে জোকা ও বেহালার মানুষজন ধর্মতলায় পৌঁছে যেতে পারবেন ৷ তাই এই রুটে পুরোপুরি মেট্রো চালু হওয়ায় দিকে তাকিয়ে রয়েছে বেহালাবাসী ৷ আপাতত এই পার্পেল লাইন বা লাইন-৩ দিয়ে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো চলাচল করছে ৷ তার দূরত্ব 8 কিলোমিটার ৷
advertisement
এই রুটেরই অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হল ভিক্টোরিয়া মেমোরিয়াল ৷ এবার সেই স্টেশনের কাজ পুরোদমে শুরু করতে চান মেট্রো কর্তৃপক্ষ। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে মেট্রো প্রকল্পের কাজ চলছে এবং এই ঐতিহ্যবাহী স্থানটির সুরক্ষার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনও ক্ষতি যেন না হয়, সেদিকে খেয়াল রেখেই কাজ করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ একটি কৃত্রিম কম্পন তৈরি করে পরীক্ষা করে দেখেছেন যে, মেট্রোর কাজ চলাকালীন ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনও ক্ষতি হচ্ছে কি না।
একটি উচ্চ পর্যায়ের কমিটি এই প্রকল্পের উপর নজর রাখছে এবং তারা নিয়মিতভাবে পরীক্ষার রিপোর্ট জমা দিচ্ছে। মেট্রো নির্মাণ সংস্থা RVNL অবশ্য জানাচ্ছে শুধু ভিক্টোরিয়া মেমোরিয়াল নয় খিদিরপুর থেকে ধর্মতলা আসার পথে একাধিক জায়গা আছে যেখানে বহু গুরুত্বপূর্ণ নানা ভবন আছে। সেগুলির যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে। বউবাজার থেকে শিক্ষা নিয়েই ধাপে ধাপে এগোচ্ছে এই মেট্রো প্রকল্প।