আরও পড়ুন: সেটের ফলপ্রকাশ ফেব্রুয়ারিতেই, জানুয়ারির শুরুতেই আপলোড হবে মডেল উত্তরপত্র!
মেট্রো রেলের ব্লু লাইনে, এতদিন কিছু মেট্রো দমদম, এবং কিছু দক্ষিণেশ্বর অবধি যাতায়াত করত। ফলে যাত্রীদের প্রান্তিক স্টেশন দমদম থেকে মেট্রো পেতে অপেক্ষা করতে হত প্রায় ১৮ মিনিট পর্যন্ত। সেই সমস্যা অনেকটাই বদলাবে। পাশাপাশি, এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে দিনভর।
advertisement
আরও পড়ুন: ফের শহরে বিধ্বংসী আগুন, অনবরত বিস্ফোরণের শব্দ! ঘটনাস্থলে দমকল ও পুলিশ
১৮ মিনিটের ব্যবধান কমিয়ে এবার থেকে তা পাওয়া যাবে ৭ মিনিট অন্তর। এর আগে ব্যস্ত সময়ে দুই মেট্রোর ব্যবধান কম থাকলেও, অন্য সময়ে এক একটি মেট্রোর মাঝের ব্যবধান ছিল ১০ মিনিট আবার কখনও ১৫ মিনিট। এবার সেই চিত্রও বদলাতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। সারাদিনই এবার থেকে স্বল্প ব্যবধানে দিনভর মেট্রো চালাতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 20, 2024 5:48 PM IST