TRENDING:

Kolkata Metro Rail: দমদম আর শেষ স্টেশন নয়, সব মেট্রো যাবে দক্ষিণেশ্বর! বছর শেষে বড় ঘোষণা মেট্রোর

Last Updated:

Kolkata Dum Dum Metro Rail Station: মেট্রো যাত্রীদের জন্য সুখবর, নতুন বছরের আগেই বড় ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এবার থেকে প্রান্তিক বা শেষ স্টেশন আর দমদম নয় সব মেট্রো যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য সুখবর, নতুন বছরের আগেই বড় ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এবার থেকে প্রান্তিক বা শেষ স্টেশন আর দমদম নয় সব মেট্রো যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত। ফলে, যাত্রীদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
এবার সব মেট্রো চলবে দক্ষিণেশ্বর পর্যন্ত। প্রতীকী ছবি
এবার সব মেট্রো চলবে দক্ষিণেশ্বর পর্যন্ত। প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুন: সেটের ফলপ্রকাশ ফেব্রুয়ারিতেই, জানুয়ারির শুরুতেই আপলোড হবে মডেল উত্তরপত্র!

মেট্রো রেলের ব্লু লাইনে, এতদিন কিছু মেট্রো দমদম, এবং কিছু দক্ষিণেশ্বর অবধি যাতায়াত করত। ফলে যাত্রীদের প্রান্তিক স্টেশন দমদম থেকে মেট্রো পেতে অপেক্ষা করতে হত প্রায় ১৮ মিনিট পর্যন্ত। সেই সমস্যা অনেকটাই বদলাবে। পাশাপাশি, এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে দিনভর।

advertisement

আরও পড়ুন: ফের শহরে বিধ্বংসী আগুন, অনবরত বিস্ফোরণের শব্দ! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

১৮ মিনিটের ব্যবধান কমিয়ে এবার থেকে তা পাওয়া যাবে ৭ মিনিট অন্তর। এর আগে ব্যস্ত সময়ে দুই মেট্রোর ব্যবধান কম থাকলেও, অন্য সময়ে এক একটি মেট্রোর মাঝের ব্যবধান ছিল ১০ মিনিট আবার কখনও ১৫ মিনিট। এবার সেই চিত্রও বদলাতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। সারাদিনই এবার থেকে স্বল্প ব্যবধানে দিনভর মেট্রো চালাতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Rail: দমদম আর শেষ স্টেশন নয়, সব মেট্রো যাবে দক্ষিণেশ্বর! বছর শেষে বড় ঘোষণা মেট্রোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল