আপাতত, মেধা রেকের সাহায্য নিয়েই এই গোটা অংশে ট্রায়াল রান চালানো হয়েছে। দুই রাউন্ড ট্রিপ করা হয়েছে বলে মেট্রো সূত্রে খবর৷ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ট্রায়াল রানে একাধিক প্যারামিটার দেখা হয়েছে৷ যার মধ্যে ট্র্যাক ফিটনেস, এমারজেন্সি ব্রেক, পাওয়ার সাপ্লাই, স্টেশনের কর্মীরা কীভাবে সাড়া দিচ্ছেন এই সব কিছু। আপাতত ট্রায়াল রান দেখে খুশি মেট্রো কর্তৃপক্ষ৷
advertisement
ইতিমধ্যেই, পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা। রুবি থেকে এই অংশের মেট্রো পরিষেবা বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারণের জন্য শুরু হল তৎপরতা।
আরও পড়ুন: কিডনি থেকে হার্টের সমস্যা! জল খাওয়ার অভ্যাসে এই ভুল? ফল হতে পারে মারাত্মক, আগে জানুন
নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত অংশ মেট্রোর অরেঞ্জ লাইন। এই অংশের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। বেলেঘাটা পর্যন্ত এই অংশের মেট্রোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। মেট্রো রেল সূত্রের খবর, মেট্রোর ট্রায়াল রান, সিগন্যাল সহ বিভিন্নরকম সুরক্ষা সংক্রান্ত পরীক্ষা চালানো হচ্ছে।
হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) থেকে বেলেঘাটা পর্যন্ত মোট মেট্রো স্টেশনের সংখ্যা হল পাঁচ (রুবি ও বেলেঘাটাকে ধরে)। রুবি ছাড়লেই প্রথম মেট্রো স্টেশন হল ভিআইপি বাজার। তারপর আসবে ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন। তারপর বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন পড়বে। যা সায়েন্স সিটি এলাকায় অবস্থিত। সায়েন্স সিটির পরই আসবে বেলেঘাটা মেট্রো স্টেশন।
আরও পড়ুন: শুধু AC কিনলেই তো হল না! রয়েছে লুকনো হাজার একটা খরচ…সব ক’টা তো ডিলাররা বলেও না
রুবি থেকে বেলেঘাটা মেট্রো চালু হয়ে গেলে দক্ষিণ থেকে সল্টলেক অবধি আসার যাত্রীদের অনেকটা সুবিধা হবে৷ রেল জানিয়েছে তারা ট্রায়াল রান পুরোপুরি হয়ে গেলে যত দ্রুত সম্ভব যাত্রী পরিষেবা শুরু করে দেবে৷