১৯৮৪ সালের ২৪ অক্টোবর প্রথম শহরে এসপ্ল্যানেড থেকে অধুনা ভবানীপুর পর্যন্ত মাটির নিচ দিয়ে ঐতিহাসিক যাত্রা শুরু করে ছিল কলকাতা মেট্রো রেল। এবার সেই অক্টোবর মাসেই নতুন ভাবনা মেট্রো রেল কর্তৃপক্ষের। টোকেনের পাশাপশি এবার চালু হতে চলেছে কাগজে প্রিন্টেড কিউআর কোড টিকিট। যাত্রীদের সুবিধার্থে টিকিট স্ক্যান করে যাত্রীরা যাত্রা করতে পারবেন নিজেদের গন্তব্যে। বুধবার মেট্রো রেলের ভারপ্রাপ্ত প্রধান জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘‘নতুন ভাবনা আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রোতে। পুজোর পরেই নতুন এই টিকিট ব্যবস্থা চালু করে দেওয়া হবে সাধারণ যাত্রীদের জন্য। আজ তার পরীক্ষা মূলক ব্যবহার শুরু করলাম আমরা। টোকন বা কয়েনের পাশাপাশি এই টিকিট একই মূল্যে মিলবে টিকিট কাউন্টার থেকে।’’
advertisement
আরও পড়ুন-গাধার দুধের দাম আকাশছোঁয়া; কিন্তু কেন জানেন কি?
আরও পড়ুন– বছরে মাত্র ১৫ দিন মেলে এই মিষ্টি, চাহিদাও থাকে তুঙ্গে; বিক্রি হয় ১০০ টনেরও বেশি
দিল্লি মেট্রো রেলে এই কিউ আর কোড টিকিট আগেই চালু হয়েছে। এবার সেই টিকিট ব্যাবস্থা কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো রেলে পুরোপুরি চালু হলে তা নিশ্চিত ভাবে যুগান্তকারী হবে বলেই বিশ্বাস সাধারণ মেট্রো রেল যাত্রীদের। এই বিষয়ে মেট্রো রেলের যাত্রী শ্রীপর্ণা বন্দোপাধ্যায় জানান, ‘‘খুব ভাল বিষয়। নতুন প্রযুক্তিকে সবসময় স্বাগত জানাই। তবে আগামী দিনে মোবাইলের অ্যাপসের মাধ্যমে যাত্রা করতে পারলে আরও সমস্যা নিবারণ হবে। কারণ মোবাইল এর মাধ্যমে রিচার্জ করে সফর করতে পারলে আমাদের মত সাধারণ যাত্রীদের সময় বাঁচবে অনেকটাই। কার্ড রিচার্জ বা টিকিটের জন্য লম্বা লাইনের আর প্রয়োজন পড়বে না।’’ একই রকম ভাবে নতুন এই টিকিট প্রযুক্তিকে স্বাগত জানিয়েছেন বহু যাত্রীরাই।