এই দুটি নতুন AFC-PC গেট যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে ১০টি স্মার্ট গেট রয়েছে যা কার্যকরভাবে ভিড় নিয়ন্ত্রণ করবে। এই ১০টি গেটের মধ্যে, ২টি গেট শুধুমাত্র প্রবেশের জন্য, ৩টি গেট শুধুমাত্র প্রস্থানের জন্য এবং ৫টি গেট দ্বিমুখী গেট যা টোকেন, স্মার্ট কার্ড এবং QR কোড ভিত্তিক টিকিট-সহ ভ্রমণকারী যাত্রীদের প্রবেশ এবং প্রস্থানের জন্য রয়েছে। এই ৫টি দ্বিমুখী গেটের মধ্যে তিনটি হুইলচেয়ার-গামী যাত্রীদের জন্য নির্ধারিত।
advertisement
এই আধুনিক গেটগুলিতে প্রতি মিনিটে ৪৫ জন যাত্রী থাকতে পারবেন। যাত্রীরা এই গেটগুলিতে তাঁদের মেট্রো টোকেন বা স্মার্ট কার্ড পাঞ্চ করতে পারবেন। এই গেটগুলিতে QR কোড স্ক্যানারও এমবেড করা আছে যাতে QR কোড-ভিত্তিক টোকেনধারী যাত্রীরা এই গেট দিয়ে সহজেই এই স্টেশনে প্রবেশ/প্রস্থান করতে পারবেন। তবে যাত্রীদের একটা বড় অংশের বক্তব্য, শুধু হাওড়া ময়দান নয় হাওড়া মেট্রো ও মহাকরণ মেট্রোতেও নতুন গেট দরকার। বহু ক্ষেত্রে কাগজের QR টিকিট সমস্যা তৈরি করে সেটাও দেখা উচিত যাতে সমস্যা না করে।
মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ‘‘আমরা ‘AAMAR METRO’ নিয়ে গর্বিত। কাউন্টারে দীর্ঘ সারি এড়াতে, যাত্রীদের স্মার্ট কার্ড এবং মোবাইল QR টিকিটের মতো ডিজিটাল টিকিটিং মোড ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে যা অ্যাপের মাধ্যমে বা রিচার্জের সময় বুক করলে ৫% বোনাস/ছাড় পাওয়া যায়। সময় বাঁচাতে তাদের টিকিট বুক করতে বা স্মার্ট কার্ড রিচার্জ করতে ‘AAMAR KOLKATA METRO’ অ্যাপটি ডাউনলোড করার জন্যও অনুরোধ করা হচ্ছে।’’