কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন পরিদর্শন করছেন সংস্থার কর্তারা। খোদ জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি এই দলে রয়েছেন। এ ছাড়া ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে ইএম বাইপাসের ওপর দিয়ে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড় পর্যন্ত মহড়াও নতুন করে চালু হয়েছে। অরেঞ্জ লাইন বাণিজ্যিক ভাবে যাত্রী পরিবহণের জন্য অনেক দিন আগে থেকেই তৈরি। এবার কি প্রতীক্ষার অবসান?
advertisement
আরও পড়ুন: দেশের এই গ্রামে সব শিশুই যমজ সন্তান, না দেখলে বিশ্বাস হবে না! রহস্যের কিনারা হয়নি আজও
শোনা যাচ্ছে, ২০২৪ সালের জানুয়ারি মাস থেকেই জনগণের জন্য খুলে দেওয়া হবে এই মেট্রো। শীতাতপ নিয়ন্ত্রিত এই মেধা রেকগুলি চলাচল করবে এই লাইনে। কোন কোন স্টেশন থাকবে এই লাইনে? সত্যজিৎরায় (হাইল্যান্ড পার্ক এলাকা), জ্যোতিরিন্দ্র নন্দী (মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ও অজয়নজর এলাকা) ও কবি সুকান্ত (অভিষিক্তা ক্রসিং এলাকা) স্টেশন রয়েছে এতে।
আরও পড়ুন: কেক না পেস্ট্রি? কোনটা খাচ্ছেন, পার্থক্য কীভাবে বুঝবেন! ৯৯% জানেই না, আপনি?
এই লাইনে সর্বনিম্ন ভাড়া হবে ২০, সর্বোচ্চ ভাড়া হবে ৪৫ টাকা। অন্য দিকে পার্পল লাইন অর্থাৎ জোকা-বিবাদী বাগ শাখার জোকা থেকে তারাতলা পর্যন্ত ৬.৫ কিলোমিটার অংশে ইতিমধ্যেই পরিষেবা চালু হয়েছে। একটি রেক জোকা থেকে তারাতলা পর্যন্ত যাতায়াত করছে। তারাতলার পরের স্টেশন মাঝেরহাট পর্যন্ত পরিষেবা সম্প্রসারণ শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F