TRENDING:

শনি রাতে খিদিরপুরের মারাত্মক দুর্ঘটনা, কারণ হিসেবে উঠে আসছে ভয়ঙ্কর সব অভিযোগ

Last Updated:

Kolkata Accident: স্থানীয়দের অভিযোগ, রাস্তা বেহাল, আলো নেই। রাস্তায় হয়ে রয়েছে গর্ত, যেখানে জমে রয়েছে জল। পাশাপাশি লরিটি ওভারলোডেড ছিল বলে অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আলো-হীন বেহাল রাস্তা। জমে রয়েছে জল। সেখান দিয়েই ছুটে চলেছে ওভারলোডেড লরি। খাস কলকাতায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘিরে উঠে এল একাধিক প্রশ্ন। একাধিক অভিযোগ সামনে আনলেন স্থানীয়রা। শনিবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে খিদিরপুরের বাবুবাজারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তা দিয়ে যাচ্ছিল সারের বস্তা বোঝাই একটি লরি। রাস্তার বাঁ পাশে দাড়িয়েছিল ছাইরঙের একটি গাড়ি। ডান দিক দিয়ে ওভারটেক করতে যায়। ডানদিকে উল্টে গেলে গাড়িটি চাপা পড়ে। কাঁটাপুকুর থেকে বাবুবাজারের দিকে যাচ্ছিল গাড়িটি।
advertisement

গাড়িটি লরিকে ওভারটেক করতে গিয়েছিল কিনা, তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে স্থানীয়দের অভিযোগ, রাস্তা বেহাল, আলো নেই। রাস্তায় হয়ে রয়েছে গর্ত, যেখানে জমে রয়েছে জল। পাশাপাশি লরিটি ওভারলোডেড ছিল বলে অভিযোগ। এই রাস্তায় এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে বলেই অভিযোগ স্থানীয়দের। রাস্তার একদিকে লরি দাঁড়িয়ে থাকার জেরে ও এরকম আলোহীন খন্দপথে চলাচলের সময় কার্যত মারণফাঁদ লুকিয়ে থাকে বলেই অভিযোগ স্থানীয়দের।

advertisement

আরও পড়ুন: এসএসসি নিয়ে মারাত্মক পরিকল্পনা, প্রসন্ন গ্রেফতার হতেই মাথায় আকাশ ভেঙে পড়ল পার্থর!

কলকাতায় শনিবার প্রবল বর্ষণের জেরে একাধিক জায়গাতে জল জমে যায়। যার মধ্যে অন্যতম খিদিপুরের বাবুবাজারের এই রাস্তাটিও। এমনিতেই জম জমে যাওয়ার ফলে খন্দগুলো ঠিক কতটা গভীর, সেটা ঠাওর করা অসুবিধাজনক। তার উপর অন্ধকারে খারাপ রাস্তার জেরেই ঘটে গেল মারাত্মক ভয়ঙ্কর দুর্ঘটনা।

advertisement

আরও পড়ুন: রবিবার থাকবেন একেবারে অন্য মেজাজে, প্ল্যান জানিয়ে দিলেন দিলীপ ঘোষ!

ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে সারবোঝাই উল্টে পড়া লরির নিচে চাপা পড়ে রয়েছে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট গাড়িটি। ক্রেন এনে সেটিকে লরির নিচে থেকে তোলা হয়। কিন্তু গাড়িটি দুমড়ে মুচড়ে কার্যত খেলনা গাড়িতে পরিণত হয়। বাইরে থেকে দেখা যায়, গাড়ির মধ্যে কয়েকজন আটকে রয়েছেন। তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে তাঁদের উদ্ধারের চেষ্টা চলে। ১০.০৫ একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১০.১৫ ক্রেন দিয়ে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় দলা পাকিয়ে যাওয়া গাড়িটিকে। এরকম ভয়াবহ দুর্ঘটনা খাস কলকাতায় শেষ কবে ঘটেছে, তা মনে করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে অনেককেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

---সমীর মণ্ডল

বাংলা খবর/ খবর/কলকাতা/
শনি রাতে খিদিরপুরের মারাত্মক দুর্ঘটনা, কারণ হিসেবে উঠে আসছে ভয়ঙ্কর সব অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল