রবিবার থাকবেন একেবারে অন্য মেজাজে, প্ল্যান জানিয়ে দিলেন দিলীপ ঘোষ!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh: দিলীপ ঘোষ বলেন, ''পশ্চিমবঙ্গের লোকেরা আজ দুটো খেলাতেই চোখ রাখবে। দুটোই হাই ভোল্টেজ।''
#কলকাতা: তিনি আদ্যপান্ত রাজনীতির মানুষ। প্রতিদিন কাটে রাজনীতির সঙ্গেই। তবে, রবিবারটা একটু আলাদা। রবিবার একদিকে ডার্বি অন্যদিকে ভারত পাকিস্তান ম্যাচ। কীভাবে কাটাবেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ? ইকো পার্কে প্রাতঃভ্রমণ শেষে দিলেন একাধিক বিষয়ে প্রতিক্রিয়া। কী বললেন দিলীপ ঘোষ? আসুন জেনে নেওয়া যাক...
রবিবার একদিকে ডার্বি অন্যদিকে ভারত পাকিস্তান ম্যাচ
সানডে আজ হট ডে। পশ্চিমবঙ্গের লোকেরা আজ দুটো খেলাতেই চোখ রাখবে। দুটোই হাই ভোল্টেজ। অনেকদিন পর ডার্বি নিয়ে মাতামাতি দেখা যাচ্ছে, এটা ভালো সংকেত। এটা থেকে বাংলার ফুটবল ঘুরে দাঁড়ালে ভালো হয়। পাশাপশি ভারত পাকিস্তান ও রয়েছে। দুটোই উপভোগ করব।
advertisement
advertisement
খিদিরপুর এলাকায় দুর্ঘটনা
খিদিরপুর এলাকায় রাস্তা সারাই হয়না। রাম পেয়ারে রাম পুরনো নেতা, তার পরিবারকে সমবেদনা জানাই। কিন্তু কাউন্সিলরের ছেলেই এই দুর্ঘটনায় মারা গেলেন, এটা দুর্ভাগ্যজনক।
প্রসন্ন রায়
যে ধরা পড়েছে, উনি ব্যবসায়ী মানুষ। তাদের সম্পত্তি থাকতেই পারে। ওই অবৈধ টাকার সঙ্গে যোগাযোগ আছে কিনা খতিয়ে দেখতে হবে। কাদাপাড়ার পরিচিত ছেলে, ব্যবসা করে বড় হয়েছে। তবে অবৈধ টাকার সঙ্গে যোগসূত্র খতিয়ে দেখতে হবে। এখানে অনেক অবৈধ কাজ চলছে, ওই টাকা নিয়ে এসব কাজ হয়। আমরা আশা করবো সঠিক তদন্ত হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 28, 2022 8:45 AM IST