পুজোর আগে উইকেন্ড মাটি! রবিবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বড় সতর্কতা হাওয়া অফিসের

Last Updated:

West Bengal Weather: সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। ইতিমধ্যেই শহরের বেশ কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হচ্ছে।

আজ ফের বৃষ্টি
আজ ফের বৃষ্টি
#কলকাতা: শনিবার সারাদিন ধরেই বৃষ্টি হয়েছে কলকাতা জুড়ে। সন্ধেবেলা খানিক বিরতি মিললেও, রাতে ফের শুরু বৃষ্টির তাণ্ডবলীলা দেখেছে শহর। রবিবারও বৃষ্টির পূর্বাভাস আছে কলকাতায়। শুধু কলকাতা নয়, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমানেও দু-এক ঘণ্টার মধ্যেই ঝড় ও বৃষ্টির পূর্বাভাস আছে।
সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। ইতিমধ্যেই শহরের বেশ কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকলেও দিনভর বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা হলেও কমবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
advertisement
advertisement
শনিবার প্রায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শুধু ঠনঠনিয়ায়। উত্তর ও মধ্য কলকাতার অনেক জায়গাতেই জল জমে যায়। তবে অল্প সময়ে বেশি বৃষ্টি হওয়ায় শহর কলকাতার অনেকাংশই জলমগ্ন৷ জল দাঁড়িয়ে যায়, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, মানিকতলা, শিয়ালদহ, এমজি রোড সহ উত্তর মধ্য কলকাতার বেশ কিছু জায়গায় রাস্তার উপর।
advertisement
কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিংহের নির্দেশে নিকাশি দফতরের আধিকারিক ও কর্মীরা তৎপরতার সঙ্গে জল নামানোর কাজে নেমে পড়েন। পুরসভার নিকাশি দফতর সূত্রে খবর,বৃষ্টির সময় জোয়ার থাকায় গঙ্গার জলস্তর বেশি ছিল৷ বিকেল চারটে পর্যন্ত লকগেট বন্ধ থাকার কারণে বেশ কিছু এলাকায় জল জমে যায়। লকগেট খুলে দেওয়ার পর জমা জল নামতে শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যেই অবশ্য মূল রাস্তায় জল সরে যায়।
advertisement
হাওয়া অফিস জানাচ্ছে, রাজস্থান থেকে বাঁকুড়া হয়ে দিঘার ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হয়ে রয়েছে। এর ফলে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোর আগে উইকেন্ড মাটি! রবিবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বড় সতর্কতা হাওয়া অফিসের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement