Udayan Guha afraid of getting arrested: 'গরু পাচারকারী বলে জেলে ঢুকিয়ে দিতে পারে সিবিআই', গ্রেফতারির আশঙ্কায় মন্ত্রী উদয়ন

Last Updated:

মাত্র কিছু দিন আগেই উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব পেয়েছেন উদয়ন৷

গ্রেফতারির আশঙ্কায় উদয়ন৷
গ্রেফতারির আশঙ্কায় উদয়ন৷
#কোচবিহার: অনুব্রত মণ্ডলের মতো পরিণতি হতে পারে তাঁরও৷ গরু বা কয়লা পাচারকারী বলে তাঁকেও সিবিআই বা ইডি যে কোনও মুহূর্তে জেলে ঢুকিয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ৷ এ দিন কোচবিহারে দলীয় সভা থেকেই এই আশঙ্কা প্রকাশ করেন উদয়ন৷
কোচবিহারেও বাংলাদেশ সীমান্ত রয়েছে৷ উত্তরবঙ্গের এই জেলা দিয়েও বাংলাদেশে গরু পাচারের অভিযোগ রয়েছে৷ শনিবার দলীয় সভা থেকে উদয়ন বলেন, 'যে কোনও সময় ইডি সিবিআই গরু পাচারকারী বলে আমাকেই জেলে ঢুকিয়ে দিতে পারে৷ তার জন্য তৈরি থাকুন৷ চল্লিশ পয়তাল্লিশ বছর আগে শেষ বার গরু দড়ি ধরেছি৷ কিন্তু এখন আমাকেই গরু পাচারকারী বলতে পারে৷'
advertisement
advertisement
এখানেই অবশ্য মন্ত্রীর আতঙ্কের শেষ হয়নি৷ তিনি আরও বলেন, 'বাড়িতে যবে থেকে গ্যাস ঢুকেছে, কয়লায় হাত দিইনি৷ তবু আমাকেই হয়তো কয়লা পাচারকারী বলে চিহ্নিত করে জেলে ভরে দিল৷'
মাত্র কিছু দিন আগেই উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব পেয়েছেন উদয়ন৷ হঠাৎ করে কেন নিজেকে নিয়ে তিনি এমন আশঙ্কার কথা প্রকাশ করলেন, তা নিয়ে জেলায় জোর জল্পনা শুরু হয়েছে৷ অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকেই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব৷ এবার নিজেকে নিয়েই আশঙ্কার কথা জানিয়ে দিলেন রাজ্যের এক মন্ত্রী৷
advertisement
যদিও উদয়ন গুহর এই বক্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের কটাক্ষ, 'বাম আমলে উনি যা ইচ্ছে তাই করেছেন৷ তৃণমূল ক্ষমতায় আসতেই সুযোগ বুঝে শিবির বদল করে অনৈতিক কাজ চালিেয় গিয়েেছন৷ এখন পরিস্থিতি বুঝে আগে থেকেই এমন আশঙ্কা প্রকাশ করে সহানুভূতি কুড়োতে চাইছেন৷'
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Udayan Guha afraid of getting arrested: 'গরু পাচারকারী বলে জেলে ঢুকিয়ে দিতে পারে সিবিআই', গ্রেফতারির আশঙ্কায় মন্ত্রী উদয়ন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement