হোম /খবর /কলকাতা /
গাড়ির উপরে উল্টে গেল লরি! খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনা,মৃত তৃণমূল কাউন্সিলরের ছেলে

Khidderpore Road Accident: গাড়ির উপরে উল্টে গেল লরি, খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত তৃণমূল কাউন্সিলরের পুত্র

দুর্ঘটনায় নিহত রাম কিঙ্কর রাম৷

দুর্ঘটনায় নিহত রাম কিঙ্কর রাম৷

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, লরিটি ওভারলোডেড ছিল৷ তার উপরে রাস্তাও রাস্তাও ছিল বেহাল৷

  • Last Updated :
  • Share this:

#সমীর দাস, কলকাতা: খিদিরপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুরসভার মেয়র পারিষদ এবং ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলের৷ মৃতের নাম রাম কিঙ্কর রাম (৩৮)৷ তিনি তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রামের ছেলে৷

এ দিন রাত ৯টা নাগাদ খিদিরপুরের বাবুবাজারে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, একটি সারের বস্তা বোঝাই দশ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির উপরে পড়ে৷ লরির চাপে গাড়িটি কার্যত চিড়ে চ্যাপ্টা হয়ে যায়৷ দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দক্ষিণ বন্দর থানার পুলিশ৷ লরিটিকে সরানোর জন্য নিয়ে আসা হয় ক্রেন৷ কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও উদ্ধারকাজে নামে৷

আরও পড়ুন: ভিতরে বসে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, কলকাতায় বিজেপি-র সভার বাইরে মারামারি, তুলকালাম!

বেশ কিছুক্ষণের চেষ্টায় গ্যাস কাটার ব্যবহার করে গাড়িতে আটকে থাকা চালককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ পরে জানা যায় মৃত যুবক তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রামের ছেলে রাম কিঙ্কর৷

ঘটনার খবর পেয়ে এসএসকেএম হাসপাতালে পৌঁছন রাম পেয়ারে রাম৷ খবর পেয়ে হাসপাতালে যান মেয়র ফিরহাদ হাকিমও৷ রাম কিঙ্করের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি জানান, খিদিরপুরের ওই রাস্তার চার পাশে গোডাউন রয়েছে৷ অনেকেই তাড়াতাড়ি যাতায়াতের জন্য ভিতরের ওই পথ ব্যবহার করেন৷ রাম কিঙ্করও সম্ভবত সময় বাঁচাতেই ওই পথ ধরেছিলেন৷

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, লরিটি ওভারলোডেড ছিল৷ তার উপরে রাস্তাও রাস্তাও ছিল বেহাল৷ বর্ষায় জলও জমে ছিল রাস্তায়৷ রাস্তার গর্ত কাটাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকে উল্টে যায় লরিটি৷ দুর্ভাগ্যবশত উল্টো দিক থেকে তখনই লরির পাশে চলে আসে রাম কিঙ্করের গাড়ি৷ পরে গাড়ির নম্বর প্লেট দেখে তাঁর পরিচয় জানতে পারে পুলিশ৷

সূত্রের খবর, স্থানীয় একটি গ্যারেজে ছিলেন রাম কিঙ্কর৷ রাত পৌনে ৯টা নাগাদ সেখান থেকে বেরোন তিনি৷ তার পরেই এই দুর্ঘটনা ঘটে৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই রাস্তার অবস্থা বেহাল৷ বর্ষায় অবস্থা আরও খারাপ হয়েছে৷ রাস্তায় আলোও নেই৷ ফলে মাঝেমধ্যেই ওই রাস্তায় দুর্ঘটনা ঘটে৷ যে জায়গায় এই দুর্ঘটনা ঘটে, সেখানকারও কাউন্সিলর রাম পেয়ারে রামই৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Accident