TRENDING:

Kolkata Hotel Fire: আগুন নেভানোর মতো জল-ও ছিল না? পুড়ে মরে গেল ১৪ টা মানুষ, মেছুয়ার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার

Last Updated:

মঙ্গলবারের এই অগ্নিকাণ্ডে ঝলসে-দমবন্ধ হয়ে ২ শিশু-সহ ১৩ জনের মৃত্যু হয়। প্রথমে আগুন লাগার পরই ছাদ থেকে পাইপ বেয়ে নামতে গিয়ে এক হোটেলকর্মীর মৃত্যু হয়। এরপর আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘরের ভিতরে তল্লাশিতে ঢোকেন দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মেছুয়া বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত মঙ্গলবার সন্ধেবেলা হঠাৎ করেই আগুন লাগে ঘিঞ্জি এলাকার ওই হোটেলে৷ হোটেলের তিন থেকে ছ’তলার মধ্যে ছিল বোর্ডারদের ঘর৷ স্থানীয় সূত্রে খবর, আগুন নেভানোর মতো পর্যাপ্ত জলও ছিল না ওই বিল্ডিংয়ে৷ ঘটনায় দুই শিশু সহ ১৩ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গিয়েছেন ওই হোটেলেরই বিভিন্ন ঘরে৷ অগ্নিকাণ্ডের সময় পাইপ বেয়ে নামতে গিয়ে পড়ে মারা গিয়েছেন একজন৷
News18
News18
advertisement

বর্তমানে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে সেখআনেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘটনার পর পরই ফোন করে ঘটনার খবরাখবর নিয়েছেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে মমতা লিখেছেন, ‘বড়বাজার এলাকার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি আমার শ্রদ্ধা৷ আমি সারারাত ধরে উদ্ধারকাজের খবরাখবর নিয়েছি৷ যত দ্রুত যত বেশি সংখ্যক অগ্নি নির্বাপণের ইঞ্জিন সেখানে পৌঁছয় তা নিশ্চিত করেছি৷ ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে৷ ওই হোটেলে দাহ্য পদার্থ মজুত ছিল৷ আমি তদন্তের নির্দেশ দিয়েছে৷ ঘটনায় মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা৷’

advertisement

ঘটনায় শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷

মঙ্গলবারের এই অগ্নিকাণ্ডে ঝলসে-দমবন্ধ হয়ে ২ শিশু-সহ ১৩ জনের মৃত্যু হয়। প্রথমে আগুন লাগার পরই ছাদ থেকে পাইপ বেয়ে নামতে গিয়ে এক হোটেলকর্মীর মৃত্যু হয়। এরপর আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘরের ভিতরে তল্লাশিতে ঢোকেন দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা৷

advertisement

তখনই বিভিন্ন ঘর থেকে আরও ১৩টি অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়৷ রাত ৩.১৫ নাগাদ নগরপাল মনোজ ভার্মা নিজেই এই খবর জানান৷ জি প্লাস ৫ বিল্ডিং। ছয় তলা বিল্ডিং-এ একদম নীচের ফ্লোরে ছিল একটি এসি বার ও রেস্টুরেন্ট। দোতালায় আগে অন্য ভাড়া ছিল এখন আংশিকভাবে বেআইনি নির্মাণ করে জানলাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানেই নতুন করে বার রেস্টুরেন্ট করা হচ্ছিল।

advertisement

আরও পড়ুন : আজ দিঘায় জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, মমতা পৌঁছে গিয়েছেন আগেই, সবদিকে নজর রাখছেন ৫ মন্ত্রী

আরও পড়ুন : ২৪-৩৬ ঘণ্টার মধ্যেই জবাব দেবে ভারত! মোদির বার্তার পরেই ভয়ে কাঁপছে পাকিস্তান…পাক গোয়েন্দারাই করছে অ্যালার্ট

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

এর উপরে তিন তলা সেখানে রেস্টুরেন্ট ও আবাসিকদের রুম। মোট ৪২ টি রুমে ৮৮ জন অতিথি ছিলেন। অভিযোগ বাইরে ফায়ার ফাইটিং সিস্টেম থাকলেও তার থেকে কোনও জলের প্রেশার বের হয়নি। তাই কার্যত কাজ করেনি। পুরো বিল্ডিংয়ে একটাই সিঁড়ি। হওয়াতেও হয় বিপত্তি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Hotel Fire: আগুন নেভানোর মতো জল-ও ছিল না? পুড়ে মরে গেল ১৪ টা মানুষ, মেছুয়ার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল