কলকাতা: বাম আমলের নিয়োগ জটিলতার অবসান। ১৫ বছর পরে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশে কাটল জটিলতা। একক বেঞ্চের বিচারপতি পার্থসারথি সেনের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ।
advertisement
একক বেঞ্চ রায়ে জানায়, নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন। ২১ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করে নিয়োগ করতে হবে। দীর্ঘ দিন পরে আদালতের ওই রায়ের ফলে ২৯২টি শূন্যপদ পূরণে জট কাটলেও ফের মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে। এবার ডিভিশন বেঞ্চও সবুজ সঙ্কেত দিল নিয়োগে।
২০১০ সালে বাম আমলে মাদ্রাসা স্কুলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। পরের বছর পরীক্ষা নেওয়া হয়। অনেক চাকরিপ্রার্থী পরীক্ষা নিয়ে প্রশ্ন তোলায় আবার পরীক্ষা নেয় ওই কমিশন। পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে একাধিক মামলা দায়ের হয়। মামলাগুলির জটে এত দিন ফলপ্রকাশ হয়নি।
আরও পড়ুন: দু’ঘণ্টার মধ্যেই ৪ জেলায় বৃষ্টি! হলুদ সতর্কতা…কাঠ ফাটা রোদ, দরদর করে ঘাম থেকে একটু রেহাই
বুধবার হাইকোর্ট জানায়, ২০১০ সালের নিয়োগ বিধি মেনে নিয়োগপ্রক্রিয়া শুরু করবে মাদ্রাসা কমিশন। মামলাকারীদের আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় জানান, ১৫ বছরের নিয়োগ প্রক্রিয়ার জটিলতার অবসান হল। চাকরি পাবেন ৩০০ জন। আদালতে চাকরি হয়ও, এটাও সত্যি।