Bangladesh News: জুলাই বিপ্লবের পরে প্রথম ছাত্র ভোট! কারচুপির অভিযোগের মাঝেই বিপুল ভোটে জয়ী জামাতপন্থীরা

Last Updated:

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. আবিদুল ইসলাম। ফলাফল ঘোষণার সময় মঙ্গলবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে তিনি ফেসবুকে লিখেছেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’

News18
News18
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের মডেল হিসাবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গির আলম চৌধুরি৷ সেই নির্বাচন ঘিরে রাতভর চূড়ান্ত কারচুপির অভিযোগ, ছাত্র বিক্ষোভ, নির্বাচন বয়কট করার মতো ঘটনা ঘটলেও বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল ফলাফল৷ যাতে বিপুল ভোটে অভাবনীয় জয় পেল জামাতপন্থী ইসলামী ছাত্রশিবির৷ আর এই ‘কারচুপি’র ভোট মেনে নেবেন না বলে বয়কট করলেন একাধিক স্বতন্ত্র প্রার্থী৷
advertisement
২০২৪ সালের জুলাইয়ের অভ্যুত্থানের পরে অনেক কিছুই বদলে গিয়েছে পড়শি বাংলাদেশে৷ বর্তমানে সে দেশে চলছে অন্তর্বর্তী সরকারের শাসন৷ গণভোট আগামী ২০২৬ এ অনুষ্ঠিত হওয়ার কথা৷
advertisement
তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে৷ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ক্যাম্পাসের ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ করা হয়৷ এই সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসে ৪টি প্যানেলের তরফে৷
advertisement
ছাত্রশিবির সমর্থিত প্যানেলের দুই প্রার্থী ব্যালটে আগে থেকে টিক দিয়ে রাখার অভিযোগে প্রশাসনের বিরুদ্ধে টিএসসিতে বিক্ষোভ দেখায় ছাত্রদল
advertisement
রাতে ভোট গণনার সময় খালি ব্যালটবক্স ভরে ফেলারও অভিযোগ ওঠে৷ বিশ্ববিদ্যালয় ক্লাবের বিক্ষোভও দেখান ছাত্রছত্রীরা৷ ভোট গণনার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে লোকজনের জমায়েত হওয়ার খবর পাওয়া যায়
জুলাই গণঅভ্যুথানে সক্রিয় ভূমিকা রাখা উমামা ফাতেমা তথা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী বলেন, “অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে। বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে।”
advertisement
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. আবিদুল ইসলাম। ফলাফল ঘোষণার সময় মঙ্গলবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে তিনি ফেসবুকে লিখেছেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’
advertisement
যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গির আলম চৌধুরী বলেন, ‘কোনও পাল্টা অভিযোগের কথা আমরা শুনিনি। আমরা গতকালকেও আলোচনা করেছি। উপাচার্য মহোদয়ের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি, তাঁরা খুব ভাল প্রস্তুতি নিয়েছেন। আমরাও আশা করছি খুব ভাল একটা নির্বাচন হবে। সকালে আমি মিডিয়ায় দেখেছি, যতক্ষণ দেখেছি (ভোট), ভালভাবেই হচ্ছে।’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh News: জুলাই বিপ্লবের পরে প্রথম ছাত্র ভোট! কারচুপির অভিযোগের মাঝেই বিপুল ভোটে জয়ী জামাতপন্থীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement