শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রভাবশালী ব্যক্তির নাম বলানোর জন্য তাঁর উপরে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ৷ প্রথমে সংবাদমাধ্যমের সামনে এমন অভিযোগ এনেছিলেন তিনি৷ তারপর এ প্রসঙ্গে সরাসরি থানায় লিখিত অভিযোগ দায়ের করে৷
আরও পড়ুন: দারুণ দুর্যোগ! উত্তর সিকিমে ভয়াবহ অবস্থা, আটকে বহু পর্যটক, উদ্ধারে তৎপর সেনা
advertisement
এরপরেই কুন্তল ঘোষের অভিযোগপত্রের চিঠির বয়ান জানতে আদালতের দ্বারস্থ হয় ইডি৷ সেই সময় এই মামলা ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে৷ কুন্তলের চিঠির বয়ান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শহিদ মিনারে দেওয়া বক্তৃতার মধ্যে সাযুজ্য লক্ষ্য করেন তিনি৷ জানান, তদন্তের স্বার্থে ইডি-সিবিআই এ নিয়ে অভিষেককে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারেন৷
পরে অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা সরে যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে৷