আদালতে রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ইডি৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই রেশন দুর্নীতি তদন্তে সন্দেশখালি যাওয়া ইডি আধিকারিকদের নাম জানতে চাইছে রাজ্য পুলিশ। সব কথা শুনে ইডি-কে মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা।
প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে বেনজির বিক্ষোভের মুখে পড়ে ইডি। মারমুখী জনতার চাপে পিছু হঠতে হয় আধিকারিকদের।
advertisement
গত শুক্রবার সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকেরা। জানা যায়, তৃণমূল নেতা সেই সময় বাড়ির ভিতরেই ছিলেন। একাধিকবার ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ির তালা ভাঙতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, ইডি টিম সহ সিআরপিএফ কর্মীদের উপর ৮০০-১০০০ লোক আক্রমণ করেন। লাঠি, পাথর এবং ইট দিয়ে হামলা করা হয়।
আরও পড়ুন: সোনার গয়না বিক্রি করতে হয়েছিল…স্মৃতিচারণায় জানালেন ছাত্রাবস্থার সেই কথা জানালেন মমতা!
এই ঘটনায় ইডির ৩ আধিকারিক গুরুতর আহত হন। আহত ইডি অফিসারদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। হিংসাত্মক জনতা ইডি আধিকারিকদের আধিকারিকদের ব্যক্তিগত জিনিসপত্র যেমন তাঁদের মোবাইল ফোন, ল্যাপটপ, নগদ টাকা, মানিব্যাগ ইত্যাদি ছিনিয়ে নেয় বলে অভিযোগ। গাড়িতেও চলে ভাঙচুর। বিষয়টি নিয়ে পুলিশের কাছে এফআইআর করা হয়েছে।