পঞ্চায়েত নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জেলাস্তরে সুনির্দিষ্ট পদ্ধতিতে বাহিনী নিয়োগ এবং সর্বোপরি সুষ্ঠু ভাবে পঞ্চায়েত নির্বাচন পরিচলনা করার জন্য রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে বারবার নির্দেশ দিতে দেখা গিয়েছিল আদালতকে৷
আরও পড়ুন: যোগ্যতায় প্রশ্ন তুলে সরিয়েছিলেন, তিনিই ফেরালেন! আদালতে বড় জয় ইডি-র
advertisement
কিন্তু, ভোটগ্রহণ পর্ব থেকে ভোটগণনা পর্ব পর্যন্ত রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় হিংসা এবং অশান্তির অভিযোগ তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ আদালতের দ্বারস্থও হন৷ তিনি আদালতে দাবি করেন, হিংসা নিয়ে কার্যত কোনও ব্যবস্থাই নেননি নির্বাচন কমিশনার৷ বিষয়টি কার্যত আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেন শুভেন্দু৷
শুক্রবার শুভেন্দু অধিকারীর আদালত অবমাননার অভিযোগকে মান্যতা দিল হাইকোর্ট। আগামী ২৪ নভেম্বর হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি৷ ওই দিন আদালতে হাজির হয়ে বিষয়টির ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজীব সিনহাকে।