সম্প্রতি শেক্সপিয়ার সরণি থানার অন্তর্গত মিন্টু পার্কের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির, নাম পবন ঘরামি। সব মিলিয়ে কলকাতায় অতি বৃষ্টির জেরে এই নিয়ে মৃতের সংখ্যা হল ৭।
আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে বিতর্কে পাক পেসার, এবার লজ্জা ভুলে হ্যারিস রাউফের বউ যা ছবি দিলেন… ভাইরাল
সূত্রের খবর, জমা জলের কারণে মৃত্যু হয়েছে ২ জনের, আরও ১ জন বিদুৎপৃষ্ট হয়ে আহত হয়েছেন। শেক্সপিয়ার সরণি ছাড়াও যাদবপুর, কলকাতার বেনিয়াপুকুর, বালিগঞ্জ প্লেস, কালিকাপুর আর নেতাজি নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। CESC-কে ওই এলাকাগুলিতে প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বলা হয় ৷ তারপর দেহ উদ্ধার করে দমকল।
advertisement
বৃষ্টির জেরে ট্রেন পরিষেবাও ব্যাহত। লাইনে জল জমে থাকার কারণে চক্ররেলের আপ এবং ডাউন লাইনের পরিষেবাও সকালে আপাতত বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা। একই ভাবে দুর্ভোগের মধ্যে পড়েছেন হাওড়া ডিভিশনের যাত্রীরাও। কলকাতার মেট্রো পরিষেবাও বিঘ্নিত হয়েছে।