TRENDING:

বিগত কয়েক মাসে ChatGPT-র দাপটে আয় কমেছে প্রায় ৯০ শতাংশ! আশঙ্কার মেঘ দেখছেন কলকাতার তরুণী

Last Updated:

Kolkata Girl Panic on ChatGPT: এমনটাই জানাচ্ছেন কলকাতার বাসিন্দা ২২ বছর বয়সী তরুণী শরণ্যা ভট্টাচার্য। বর্তমানে তিনিও এই কারণে প্যানিক অ্যাটাকে ভুগছেন। তিনি জানান যে, চ্যাটজিপিটি-র দাপটে তাঁর রোজগারও কমেছে প্রায় ৯০ শতাংশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে হারে ডালপালা মেলছে, তা চাকরির বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠছে। মানুষের মনে চেপে বসছে ভবিষ্যতে কাজ হারানোর আশঙ্কাও! এমনটাই জানাচ্ছেন কলকাতার বাসিন্দা ২২ বছর বয়সী তরুণী শরণ্যা ভট্টাচার্য। বর্তমানে তিনিও এই কারণে প্যানিক অ্যাটাকে ভুগছেন। তিনি জানান যে, চ্যাটজিপিটি-র দাপটে তাঁর রোজগারও কমেছে প্রায় ৯০ শতাংশ।
বিগত কয়েক মাসে ChatGPT-র দাপটে আয় কমেছে প্রায় ৯০ শতাংশ! আশঙ্কার মেঘ দেখছেন কলকাতার তরুণী (LinkedIn)
বিগত কয়েক মাসে ChatGPT-র দাপটে আয় কমেছে প্রায় ৯০ শতাংশ! আশঙ্কার মেঘ দেখছেন কলকাতার তরুণী (LinkedIn)
advertisement

NewYork Post-র খবর অনুযায়ী নিজের পড়াশোনার পাশাপাশি কপিরাইটার এবং ঘোস্ট রাইটার হিসেবে কাজ করতেন শরণ্যা। আর সেই কাজ করে আগে তিনি প্রায় ২৪০ ডলারের কাছাকাছি উপার্জন করতেন। ভারতীয় মুদ্রায় প্রায় ২২ হাজার টাকা। ওই তরুণী জানান যে, একটি ক্রিয়েটিভ সলিউশনস এজেন্সিতে এসইও-অপ্টিমাইজড আর্টিকেলের উপর কাজ করতেন তিনি। কিন্তু তাঁর অভিযোগ, গত বছরের নভেম্বর মাস থেকে যে কমিশন পেতেন, সেটা অনেকটাই কমে গিয়েছে। আর এর পিছনে তিনি দায়ী করেছেন চ্যাটজিপিটি-কে।

advertisement

আরও পড়ুন– কাঁটাতার কিংবা ভিসা-জট কোনও বাধাই নয়; ভিডিও কনফারেন্সিংয়েই পাক কনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন রাজস্থানের যুবক!

শুধু তা-ই নয়, শরণ্যার দাবি, যত সংখ্যক প্রতিবেদন তিনি লিখতেন, তার পরিমাণও ১-২ মাসে অনেকটাই কমে গিয়েছিল। এর মূল কারণ হল, সংস্থাও খরচের বোঝা কমাতে চাইছিল। এমনকী, কাজের ভার কমে যাওয়ার কারণ সম্পর্কে সংস্থার তরফে স্পষ্ট ভাবে কিছু জানানোও হয়নি।

advertisement

আগের রোজগারের তুলনায় বর্তমানে শরণ্যার আয় কমেছে প্রায় ১০ শতাংশ। ওই তরুণী বলেন যে, এআই বিপ্লবের মূল্য চোকাতে হচ্ছে তাঁর পরিবারকেও। আসলে শরণ্যার মা এক জন শাড়ি বিক্রেতা। তিনিও মেয়ের উপার্জনের উপরেই মূলত নির্ভরশীল। তিনি জানালেন যে, শুধুমাত্র প্রয়োজন অনুযায়ীই ব্যয় করতে বাধ্য হচ্ছেন তাঁরা।

আরও পড়ুন– ইংরেজি না বলতে পারার কারণে আত্মবিশ্বাসের অভাবে ভুগতেন; সুরভি গৌতমের আইএএস হওয়ার গল্প রূপকথাকেও হার মানাবে !

advertisement

এমনকী শরণ্যা এ-ও জানালেন যে, “কতটা খাবার লাগছে, সেই বিষয়টাও সব সময় মাথায় রেখে চলতে হচ্ছে। আগে আমরা যেমন ঘুরতে যেতাম কিংবা বাইরে খেতে যেতাম, সেগুলিও আর করতে পারছি না। আর সেটা করলেও হয়তো দু’মাসে একবার। তাই বেঁচে থাকার জন্য যেটুকু দরকার শুধুমাত্র সেটুকুই অর্থাৎ খাবার ও বিল মেটানোর খরচটুকুই করতে পারছি আমরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এর মধ্যেও অবশ্য একটা আশার আলো জিইয়ে রেখেছেন শরণ্যা। তিনি এই পরিস্থিতিতেও এমন একটা বিশ্বের স্বপ্ন দেখেন, যেখানে সেরা ফলাফল পাওয়ার জন্য এআই-কে মানুষের দক্ষতার সঙ্গে মিলিয়ে দেওয়া হবে। তাঁর বক্তব্য, নাহলে খুব ভাল এবং দক্ষ কপিরাইটাররা নিজেদের কাজ হারাবেন। এই বেকারত্ব এবং অনিশ্চিত ভবিষ্যতের জেরে মানুষের মধ্যে আতঙ্ক-আশঙ্কা ছড়িয়ে পড়ছে। উত্তেজনার শিকার হচ্ছেন সকলেই। তাই এই সংস্থাগুলির প্রতি শরণ্যার আর্জি, ম্যানুয়াল এবং এআই জেনারেটেড লেবারের বিশাল পার্থক্যটা বুঝে তবেই পদক্ষেপ করা উচিত।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিগত কয়েক মাসে ChatGPT-র দাপটে আয় কমেছে প্রায় ৯০ শতাংশ! আশঙ্কার মেঘ দেখছেন কলকাতার তরুণী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল