TRENDING:

Kolkata Durga Puja Death: পুজোর শহরে মর্মান্তিক মৃত্যু! বেহালার নামী পুজো মণ্ডপে এসে লুটিয়ে পড়লেন মহিলা দর্শনার্থী! অতি ভিড়ে এমন অঘটন?

Last Updated:

Kolkata Durga Puja Death: পুজোর শহরে মর্মান্তিক মৃত্যু। দক্ষিণ কলকাতার নামী এক পুজো মণ্ডপে ঠাকুর দেখতে গিয়ে প্রাণ গেল এক মহিলার। জানা গিয়েছে, সপ্তমীর মধ্যরাতে প্রতিমা দর্শনে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন। বেহালা নতুন দলের মণ্ডপের এক্সিট গেটের সামনে অসুস্থ হয়ে পড়েন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ পুজোর শহরে মর্মান্তিক মৃত্যু। দক্ষিণ কলকাতার নামী এক পুজো মণ্ডপে ঠাকুর দেখতে গিয়ে প্রাণ গেল এক মহিলার। জানা গিয়েছে, সপ্তমীর মধ্যরাতে প্রতিমা দর্শনে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। বেহালা নতুন দলের মণ্ডপের এক্সিট গেটের সামনে অসুস্থ হয়ে পড়েন। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই অসুস্থ মহিলাকে CPR দেন কর্তব্যরত পুলিশ কর্মীরা, কিন্তু শেষরক্ষা হয়নি। ক্রমেই অবস্থার অবনতি হতে থাকে, বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেন। হরিদেবপুরের বাসিন্দা মৃতা ওই মহিলার নাম সঙ্গীতা রানা।
News18
News18
advertisement

পুলিশ জানিয়েছে, হাঁপানির সমস্যা ছিল সঙ্গীতার। এদিন তিনি অসুস্থ হয়ে যাওয়ার ‘গ্রিন করিডর’ করেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সিপিআর সাপোর্টও দেওয়া হয়েছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। মৃত মহিলার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ ডুয়ার্সের হটস্পট লুপ পুলে ঘুরতে যাবেন! ‘এই’ নিয়ম না মানলেই বিরাট অঙ্কের জরিমানা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

তবে ঘটনার পরে পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। মৃতার এক আত্মীয়ের দাবি, ‘বারবার অক্সিজেন সাপোর্ট চাইলেও ব্যবস্থা নেয়নি পুলিশ। মণ্ডপের ভিতরে এক দর্শনার্থীর সঙ্গে বচসার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। যে অ্যাম্বুল্যান্স আনা হয়েছিল, তাতে অক্সিজেনের ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ পরিবারের।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Durga Puja Death: পুজোর শহরে মর্মান্তিক মৃত্যু! বেহালার নামী পুজো মণ্ডপে এসে লুটিয়ে পড়লেন মহিলা দর্শনার্থী! অতি ভিড়ে এমন অঘটন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল