২৫ জানুয়ারি রাত সাড়ে আট'টা নাগাদ রুবি মোড়ে অপেক্ষা করছিলেন বাসের জন্য। অভিযোগ, সেই সময়েই এক ক্যাব চালক জোর করে টেনে তাঁকে গাড়ির সামনের আসনে বসিয়ে জোর গতিতে গাড়ি চালাতে শুরু করে। এরপর আম্বেদকর সেতু সংলগ্ন এলাকায় অন্ধকার ও নির্জনতার সুযোগে ওই তরুণীকে গাড়ির মধ্যে ধর্ষণ করে। এরপর ফের রুবি-র কাছাকাছি একটি জায়গায় নামিয়ে দেয়।
advertisement
আরও পড়ুন: মূষিককুলের দৌরাত্বে নাজেহাল! কলকাতা পুরসভার অধিবেশনে পদক্ষেপের প্রস্তাব
এ দিকে, ঘটনার পরের দিন বিষয়টি বাড়িতে জানান। তাঁর মেডিক্যাল টেস্ট করা হয়। ২৭ তারিখ প্রগতি ময়দান থানায় অভিযোগ করেন তরুনীর পরিবার। মূক ও বধির হওয়ায় সাহায্য নেওয়া হয় দোভাষীর। নির্যাতিতা তরুণীর বিবরণ অনুসারে পুলিশ রুবি মোড়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। সেখান থেকে গাড়ির নম্বর চিহ্নিত করা হয়। এরপর আনন্দপুর থানা এলাকায় গাড়ির মালিকের কাছে গিয়ে অভিযুক্তের সন্ধান মেলে।
Amit Sarkar