আরও পড়ুনঃ চাবুক ফিগার ৭দিনে! এই পানীয়তে গলে জল হবে পেটের ‘চর্বি’! জানুন খাওয়া সঠিক নিয়ম
শহর থেকে শহরতলি সর্বত্র একই অবস্থা। যদিও আদালতে, পরিবহণ সচিব সৌমিত্র মোহনের দাখিল করা এক হলফনামায় উল্লেখ রয়েছে, গোটা রাজ্যে নির্ধারিত ভাড়া ও বাসের ভিতর রেট চার্ট টাঙানোর জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাশাপাশি সমস্ত আরটিএ-র তালিকা তুলে ধরে টোল ফ্রি নম্বর রাখার কথা উল্লেখ করা হয়েছে। যেমন টোল ফ্রি নম্বর কলকাতার ক্ষেত্রে ১৮০০৩৪৫৫১৯২, উত্তর ২৪ পরগনায় ২৫৮৪০২৮০, হুগলিতে ০৩৩২৬৮১২৬৭৬, দক্ষিণ ২৪ পরগনায় ২৪৭৯১৯৪৩ এবং নদীয়ায় ৬২৮৯০৮৩৬২৪। এভাবেই গোটা রাজ্যের আরটিএগুলিতে একটি করে টোল ফ্রি নম্বর চালুর কথা উল্লেখ করা হলেও বাস্তবে কিছুই হয়নি। শহর কলকাতা ও আশপাশের এই জেলাগুলি তো বটেই, রাজ্যের কোনও জেলাতেই বাসের ভিতর রেট চার্ট কিংবা টোল ফ্রি নম্বরের দেখা মিলবে না। তাছাড়া অতিরিক্ত ভাড়া নেওয়া অভিযোগ তো রয়েছেই।
advertisement
আরও পড়ুনঃ ঝপঝপ করে ‘গরম’ জলে স্নান করছেন শীতে? ভয়ানক ভুল! জানুন কী ক্ষতি করছেন নিজের…!
গোটা রাজ্যের চিত্র বলছে, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলায় রেট চার্ট ও আপৎকালীন টোল ফ্রি নম্বরের কোনও দেখা মেলেনি। কোথাও আবার রেট চার্ট থাকলে তাও ছেঁড়া। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী অবশ্য বলেন, ‘আদালতের নির্দেশমতোই আমরা বিজ্ঞপ্তি জারি করে বাস মালিকদের জানিয়ে দিয়েছি