TRENDING:

Kolkata Bus: নিয়ম থাকলেও, মানার আগ্রহ নেই বেসরকারি বাস মালিকদের!

Last Updated:

Kolkata Bus: রাস্তায় নেই সরকারি বাস! প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সতর্কতার পরে রাস্তায় নামেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ছিলেন পরিবহণ সচিব সৌমিত্র মোহন। নিত্য যাত্রীদের সঙ্গে কথা বলে আঁচ পেয়েছেন সরকারি বাসের পরিষেবার হাল নিয়ে। ধাপে ধাপে পরিবহণ নিগমগুলো তাই বাসের সংখ্যা বাড়ানোর পথে এগোচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ রাস্তায় নেই সরকারি বাস! প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সতর্কতার পরে রাস্তায় নামেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ছিলেন পরিবহণ সচিব সৌমিত্র মোহন। নিত্য যাত্রীদের সঙ্গে কথা বলে আঁচ পেয়েছেন সরকারি বাসের পরিষেবার হাল নিয়ে। ধাপে ধাপে পরিবহণ নিগমগুলো তাই বাসের সংখ্যা বাড়ানোর পথে এগোচ্ছে। এরই মধ্যে এবার বেসরকারি বাসে একাধিক রুটে ভাড়ার স্বেচ্ছাচারিতা নিয়ে জমা পড়ল ভুরি ভুরি অভিযোগ। যাত্রীদের অভিযোগ যখন যেখানে খুশি ভাড়া নেওয়া হচ্ছে। এমনকী দেখানও হচ্ছে না ভাড়ার রেট চার্ট। যাত্রীরা প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি নিয়মানুযায়ী বাসের মধ্যে আপৎকালীন ফোন নাম্বার লিখে রাখার কথা বললেও তা নেই একাধিক বাসে।
বেসরকারি বাস
বেসরকারি বাস
advertisement

আরও পড়ুনঃ চাবুক ফিগার ৭দিনে! এই পানীয়তে গলে জল হবে পেটের ‘চর্বি’! জানুন খাওয়া সঠিক নিয়ম

শহর থেকে শহরতলি সর্বত্র একই অবস্থা। যদিও আদালতে, পরিবহণ সচিব সৌমিত্র মোহনের দাখিল করা এক হলফনামায় উল্লেখ রয়েছে, গোটা রাজ্যে নির্ধারিত ভাড়া ও বাসের ভিতর রেট চার্ট টাঙানোর জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাশাপাশি সমস্ত আরটিএ-র তালিকা তুলে ধরে টোল ফ্রি নম্বর রাখার কথা উল্লেখ করা হয়েছে। যেমন টোল ফ্রি নম্বর কলকাতার ক্ষেত্রে ১৮০০৩৪৫৫১৯২, উত্তর ২৪ পরগনায় ২৫৮৪০২৮০, হুগলিতে ০৩৩২৬৮১২৬৭৬, দক্ষিণ ২৪ পরগনায় ২৪৭৯১৯৪৩ এবং নদীয়ায় ৬২৮৯০৮৩৬২৪। এভাবেই গোটা রাজ্যের আরটিএগুলিতে একটি করে টোল ফ্রি নম্বর চালুর কথা উল্লেখ করা হলেও বাস্তবে কিছুই হয়নি। শহর কলকাতা ও আশপাশের এই জেলাগুলি তো বটেই, রাজ্যের কোনও জেলাতেই বাসের ভিতর রেট চার্ট কিংবা টোল ফ্রি নম্বরের দেখা মিলবে না। তাছাড়া অতিরিক্ত ভাড়া নেওয়া অভিযোগ তো রয়েছেই।

advertisement

আরও পড়ুনঃ ঝপঝপ করে ‘গরম’ জলে স্নান করছেন শীতে? ভয়ানক ভুল! জানুন কী ক্ষতি করছেন নিজের…!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গোটা রাজ্যের চিত্র বলছে, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলায় রেট চার্ট ও আপৎকালীন টোল ফ্রি নম্বরের কোনও দেখা মেলেনি। কোথাও আবার রেট চার্ট থাকলে তাও ছেঁড়া। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী অবশ্য বলেন, ‘আদালতের নির্দেশমতোই আমরা বিজ্ঞপ্তি জারি করে বাস মালিকদের জানিয়ে দিয়েছি

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Bus: নিয়ম থাকলেও, মানার আগ্রহ নেই বেসরকারি বাস মালিকদের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল