TRENDING:

Kolkata Bomb Case: কলকাতার ভ্যাটে টাইম বোমা? তোলপাড় শহর, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, বস্তুটি আসলে কী?

Last Updated:

Kolkata Bomb Case: আজ সকাল সাড়ে সাতটা নাগাদ কর্পোরেশনের এক সাফাই কর্মী কুঁদঘাটের ব্যানার্জি পাড়ার একটি ঘাটে ময়লা কুড়াতে আসেন। সেই সময় তিনি লক্ষ্য করেন একটি কালো রঙের বস্তু যা তার দিয়ে সংযোগ রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতার হরিদেবপুরে বোমা উদ্ধার। বোমাতে সবুজ লাল নীল রঙের তার লাগানো রয়েছে। তদন্তকারীরা মনে করছে টাইমার লাগানো রয়েছে। হরিদেবপুর থানা এলাকার ব্যানার্জী পাড়ায় একটি ভ্যাট থেকে উদ্ধার হল বোমা। ঘটনাস্থলে রয়েছে হরিদেবপুর থানার পুলিশ। ঘটনাস্থলে এন.ডি.আর.এফ-এর টিম। ১৫ জন সদস্যের দল এসেছে। এর মধ্যে ২ জন কমান্ডার এবং ১৩ জন উদ্ধারকারী সদস্য রয়েছেন। এটি আইইডি কিনা পরীক্ষা করে দেখছে বিশেষজ্ঞরা।
কলকাতার ভ্যাটে টাইম বোমা?
কলকাতার ভ্যাটে টাইম বোমা?
advertisement

আজ সকাল সাড়ে সাতটা নাগাদ কর্পোরেশনের এক সাফাই কর্মী কুঁদঘাটের ব্যানার্জি পাড়ার একটি ঘাটে ময়লা কুড়াতে আসেন। সেই সময় তিনি লক্ষ্য করেন একটি কালো রঙের বস্তু যা তার দিয়ে সংযোগ রয়েছে। সেই দেখেই তিনি ভয় পেয়ে যান, সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষদের এবং তাঁর দফতরের সবাইকে খবর দেন।

advertisement

আরও পড়ুন: মহিলার গোপনাঙ্গে ধাতব শব্দ! বনগাঁর সীমান্তে যা উদ্ধার হল, চক্ষু চড়কগাছ সকলের

সবাই ছুটে এসে বস্তুটি দেখে রীতিমত চমকে যান। স্থানীয় মানুষরা দাবি করতে থাকেন বোমা বলে। পরে হরিদেবপুর থানায় খবর গেলে হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। বস্তুটি কী? সেটা নিয়ে যথেষ্ট আলোচনা শুরু হয়। যেহেতু অপরিচিত এবং ইলেকট্রনিক ডিভাইস বলেই মনে করছেন সবাই। তাই স্থানীয় মানুষেরা বোমের ভয়ে আতঙ্কিত।

advertisement

আরও পড়ুন: সর্বনাশ! ওটা কী! ভরা সন্ধ্যায় পুকুর ঘিরল বন দফতর, যা উদ্ধার হল, চক্ষু চড়কগাছ সকলের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হরিপুর থানা পুলিশ বোম স্কোয়াডে খবর দেয়। খবর পেয়ে কলকাতা পুলিশের বব স্কোয়াড এসে পৌঁছায় এবং তারা ওই বস্তুটি উদ্ধার করে জলের বালতির মধ্যে ডুবিয়ে রাখে। পরে স্নিফার ডগ এনে দেখা হয়। সূত্রের খবর ওটি বোম হতে পারে। তবে বোম বিশেষজ্ঞ রায় বলতে পারবেন, বস্তুটি আসলে কী। ১১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না সুর দাবি করেন, লোকসভা ভোটের আগে নতুন করে কেউ সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছেন হয়ত।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Bomb Case: কলকাতার ভ্যাটে টাইম বোমা? তোলপাড় শহর, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, বস্তুটি আসলে কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল