TRENDING:

Body Recovered in Kolkata: বিধান সরণিতে পচাগলা দেহ কার? জানা গেল মহিলার পরিচয়, সিসিটিভি ক‍্যামেরায় যা দেখা গেল...আঁতকে উঠবেন

Last Updated:

Kolkata Bidhan Sarani: বিধান সরণিতে দেহ উদ্ধারের পরেই শুরু হয় চাঞ্চল‍্য। কাশী বোস লেনে মাটি খুঁড়ে মহিলার পচাগলা দেহ উদ্ধার করা হয়। এবার মৃতার নাম, পরিচয় জানা গেল। খুন নাকি অন‍্য কোনও কারণ? কীভাবে মৃত‍্যু হয়েছে মহিলার? সিসিটিভি ক‍্যামেরায় উঠে এল বিস্ফোরক তথ‍্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিধান সরণিতে দেহ উদ্ধারের পরেই শুরু হয় চাঞ্চল‍্য। কাশী বোস লেনে মাটি খুঁড়ে মহিলার পচাগলা দেহ উদ্ধার করা হয়। এবার মৃতার নাম, পরিচয় জানা গেল। খুন নাকি অন‍্য কোনও কারণ? কীভাবে মৃত‍্যু হয়েছে মহিলার? সিসিটিভি ক‍্যামেরায় উঠে এল বিস্ফোরক তথ‍্য। সূত্রের খবর অনুযায়ী, মহিলার নাম সুপর্ণা শীল। বাড়ি শ্যামপুকুর থানা এলাকায় রাজা কালীকৃষ্ণ লেনে।

বিধান সরণিতে পচাগলা দেহ কার? সিসিটিভি ক‍্যামেরায় যা দেখা গেল...আঁতকে উঠবেন
বিধান সরণিতে পচাগলা দেহ কার? সিসিটিভি ক‍্যামেরায় যা দেখা গেল...আঁতকে উঠবেন
advertisement

জানা গিয়েছে মহিলা মানসিক ভারসাম্যহীন। বৃহস্পতিবার রাতে তিনি নিজেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা গিয়েছে তিনি নিজেই গর্তের দিকে চলে যান।

আরও পড়ুন: ট্রাম্পের সভায় গুলি! কান থেকে ছিটকে মুখে-ঠোঁটে রক্ত, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে খুনের ছক?

পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান সুপর্ণা। মানসিক ভারসাম্যহীন হওয়ায় মাঝেমধ্যেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যেতেন। প্রথমে অস্বাভাবিক না লাগলেও পরে থানাকে জানায় পরিবার। গতকাল দেহ উদ্ধারের খবর শুনে পরিবারের তরফে থানায় যোগাযোগ করা হলে এই বিষয়ে বিস্তারিত জানতে পারে তারা। পরিবাররে পক্ষ থেকে বলা হয়েছে পুরসভার গাফিলতির কথাও।

advertisement

প্রসঙ্গত, পরিবারের পক্ষ থেকে এখনও পুলিশের কাছে কোনও অভিযোগ জানান হয়নি। পুলিশ সূত্রে খবর, বরতলা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। বরতলা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। পরিবারের তরফে যদি পুরসভা বা যারা কাজের বরাত পেয়েছিল তাদের বিরুদ্ধে অভিযোগ করা হলে সেই অনুযায়ী মামলা হবে।

কিন্তু কীভাবে গর্তে পড়ে গেলেন সুপর্ণা? জানা গিয়েছে, পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগের কাজ সম্পূর্ণ হওয়ার পরে মাটি এবং বালি দিয়ে কিছুদিন জায়গাকে ঢেকে রাখা হয়। বর্ষাকালে নিচের অংশ ধসে যাচ্ছে কিনা সেই বিষয়ে দেখার জন্যই এই অবস্থায় রাখা হয়।

advertisement

আরও পড়ুন: চুলের স্বাস্থ‍্য থেকে হার্ট, ফুসফুস, হাজারো রোগ দূরে রাখে! রান্নাঘরে অবহেলায় পড়ে এই ‘সুপারফুড’, গরমে সুস্থ থাকতে এখনই খান

সেরা ভিডিও

আরও দেখুন
খাদ্যরসিকদের জন্য দারুণ সুখবর! মাত্র ১০ টাকায় আনলিমিটেড ঘুগনি, কোথায় মিলছে জানেন?
আরও দেখুন

তারপরে পুরসভার ইঞ্জিনিয়াররা রাস্তা বানানোর প্রক্রিয়া শুরু করেন। মঙ্গলবার রাতে জলের কাজ শেষ হওয়ায় এই গর্তে মাটি দিয়ে ভর্তি করে কাজ শেষ করেন। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। অবশ‍্য পুরসভার কাউন্সিলরের দাবি, জায়গাটি ব্যারিকেড করা ছিল। মৃতা মহিলা মানসিক ভারসাম‍্যহীন হওয়ায় তিনি ব‍্যারিকেড ঠেলে ভেতরে ঢোকেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Body Recovered in Kolkata: বিধান সরণিতে পচাগলা দেহ কার? জানা গেল মহিলার পরিচয়, সিসিটিভি ক‍্যামেরায় যা দেখা গেল...আঁতকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল