পুলিশ সূত্রে খবর শনিবার দিন পাঁচজন যুবক নিকো পার্কে রাইড চড়তে যাওয়ার সময় লাইনে দাঁড়াতে অস্বীকার করে। সেই সময় নিকো পার্কের অপারেশন ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার মলয় চ্যাটার্জি তাদের বাধা দিতে গেলে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সেই সময় ওই পাঁচজন যুবক মলয় চ্যাটার্জিকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। অফিসার মলয় চ্যাটার্জীকে গুরুতর আহত অবস্থায় বিধান নগর সাব ডিভিশনাল হসপিটালে ভর্তি করা হয়।
advertisement
আরও পড়ুন: ইলিশই ইলিশ! এমন পরিস্থিতি যে ইলিশ ছাড়া ভাত রুচবে না মুখে, বাঙালির জন্য বিরাট খুশির খবর
আরও পড়ুন: নিউ টাউনের হোটেলে বিরাট চমক, ‘সমাজ সংস্কারক’ সাংসদকে ঘিরে বেজায় খুশি শুভেন্দু
এই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার মূল অভিযুক্ত মুক্তার আলম, মোহাম্মদ শাহজাদ আলম, আফরোজ আলম, মোহাম্মদ ফিরোজ আলম এবং মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। আজ অভিযুক্তদের বিধান নগর আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতের আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। কি কারনে এই ধরনের ঘটনা সে বিষয়ে তদন্ত করে দেখছে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।