রাজ্যের সব ওষুধের পাইকারি বিক্রেতা, খুচরো বিক্রেতা, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, সরকারি হাসপাতাল সবাইকে সাপ্লাই চেইন থেকে এই নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওষুধগুলোকে তুলে নেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে। কোনওমতেই এই ওষুধগুলো যাতে মানুষ ব্যবহার না করতে পারে তার জন্য সর্বত্র নির্দেশিকা পাঠানো হচ্ছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে। এই ওষুধগুলোর মধ্যে ফুসফুসের সংক্রমণ আটকানোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে। রয়েছে গ্যাস, অ্যাসিডিটি পেটের সমস্যা সমাধানের নিত্যনৈমিত্তিক ব্যবহার করা ওষুধ। রয়েছে প্রস্রাবের সংক্রমণ আটকানোর ওষুধ। সর্দি-কাশি আটকানোর ওষুধও আছে।
advertisement
আরও পড়ুন- দাবি না মানা পর্যন্ত SSC ভবনের সামনে চলবে শিক্ষাকর্মীদের অবস্থান
নামি কোম্পানির প্রেসারের ওষুধ জাল বেরিয়েছে। ‘গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস’-এর তৈরি করা ওষুধ, যার ব্যাচ নম্বর 5240367, তা সম্পূর্ণ জাল বলে চিহ্নিত হয়েছে। Telma -40 – হাই ব্লাড প্রেসার এবং হার্ট ফেলিওরের ওষুধ। এটিও গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালের তৈরি করা। একটি ব্যাচ জাল বলে বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। যে ব্যাচ নম্বরটি জাল করা হয়েছে, তা হল 5240226। এই ওষুধটি আদৌ আসল সংস্থা তৈরি করেনি। অসৎ উদ্দেশ্যে বাজারে আনা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে।এটি হাই ডায়াবেটিক রোগীদের যাদের উচ্চ রক্তচাপ আছে, তাদের জন্য প্রেসক্রাইব করা হয়। বুকে ব্যথা হলেও ব্যবহার করা হয়।