TRENDING:

Fake Medicine: বিরাট খবর! এখনই সাবধান হয়ে যান... এই ১৯৪টা ওষুধ ব্যবহার করা যাবে না কোনওভাবেই, তালিকায় যা আছে চমকে যাবেন

Last Updated:

রয়েছে গ্যাস, অ্যাসিডিটি পেটের সমস্যা সমাধানের নিত্য নৈমিত্তিক ব্যবহার করা ওষুধ। রয়েছে প্রস্রাবের সংক্রমণ আটকানোর ওষুধ। সর্দি-কাশি আটকানোর ওষুধও আছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নির্দিষ্ট ব্যাচের জীবনদায়ী ওষুধ ব্যবহার না করার নির্দেশ এল এবার। রাজ্য এবং কেন্দ্রের পরীক্ষায় ফেল করা ১৯৪ টি ওষুধ কোনওমতেই ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
News18
News18
advertisement

রাজ্যের সব ওষুধের পাইকারি বিক্রেতা, খুচরো বিক্রেতা, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, সরকারি হাসপাতাল সবাইকে সাপ্লাই চেইন থেকে এই নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওষুধগুলোকে তুলে নেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে। কোনওমতেই এই ওষুধগুলো যাতে মানুষ ব্যবহার না করতে পারে তার জন্য সর্বত্র নির্দেশিকা পাঠানো হচ্ছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে। এই ওষুধগুলোর মধ্যে ফুসফুসের সংক্রমণ আটকানোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে। রয়েছে গ্যাস, অ্যাসিডিটি পেটের সমস্যা সমাধানের নিত্যনৈমিত্তিক ব্যবহার করা ওষুধ। রয়েছে প্রস্রাবের সংক্রমণ আটকানোর ওষুধ। সর্দি-কাশি আটকানোর ওষুধও আছে।

advertisement

আরও পড়ুন- দাবি না মানা পর্যন্ত SSC ভবনের সামনে চলবে শিক্ষাকর্মীদের অবস্থান

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নামি কোম্পানির প্রেসারের ওষুধ জাল বেরিয়েছে। ‘গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস’-এর তৈরি করা ওষুধ, যার ব্যাচ নম্বর 5240367, তা সম্পূর্ণ জাল বলে চিহ্নিত হয়েছে। Telma -40 – হাই ব্লাড প্রেসার এবং হার্ট ফেলিওরের ওষুধ। এটিও গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালের তৈরি করা। একটি ব্যাচ জাল বলে বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। যে ব্যাচ নম্বরটি জাল করা হয়েছে, তা হল 5240226। এই ওষুধটি আদৌ আসল সংস্থা তৈরি করেনি। অসৎ উদ্দেশ্যে বাজারে আনা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে।এটি হাই ডায়াবেটিক রোগীদের যাদের উচ্চ রক্তচাপ আছে, তাদের জন্য প্রেসক্রাইব করা হয়। বুকে ব্যথা হলেও ব্যবহার করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Fake Medicine: বিরাট খবর! এখনই সাবধান হয়ে যান... এই ১৯৪টা ওষুধ ব্যবহার করা যাবে না কোনওভাবেই, তালিকায় যা আছে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল