বাড়ির বাইরে বার হন ধনরাজ প্রসাদ। দেখেন, আমজাদ নামে স্থানীয় এক দুষ্কৃতী তার সঙ্গীদের নিয়ে মদ্যপান করে নিজেদের মধ্যে গালিগালাজ করছে। ধনরাজ প্রতিবাদ করে বলেন, ” এত রাতে কেন এখানে মদ খেয়ে ঝামেলা করছেন ?” এর পরই আমজাদ ও তার সঙ্গীরা ধনরাজকে বাড়ির সামনে থেকে টেনে নিয়ে গিয়ে চপার দিয়ে কোপাতে থাকে। ধনরাজের ভাই বাঁচাতে গেলে তাকে দেখেও আমজাদের সঙ্গীরা বন্দুক বার করে ভয় দেখাতে থাকে।
advertisement
এর পর ধনরাজকে ফেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ধনরাজকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি ছিলেন। বৃহস্পতিবার বাড়ি ফিরে শারীরিক অবস্থার অবনতি হলে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলে মৃত্যু হয় ধনরাজের। পুলিশ খুনের মামলা রুজু করেছে। আলি রাজা নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2025 10:17 PM IST