TRENDING:

প্রবল বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ জুড়ে, ভাসবে আজ ও আগামিকাল

Last Updated:

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ ১১ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বেশ কিছুক্ষণ ধরেই আকাশের মুখভার ৷ একটা গুমোট ভাব, বেড়েছে অস্বস্তি ৷ সকালের দিকে কিছুটা রোদের মুখ দেখা গিয়েছিল ৷ বেলা বাড়তে বাড়তেই একটু একটি করে অস্বস্তি বাড়তে শুরু করেছিল ৷ ঠিক তখনই আকাশ কালো করে নেমেছে বৃষ্টি ৷
advertisement

আরও পড়ুন : কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা ভাসবে বৃষ্টিপাতে

উত্তর বঙ্গোপসাগরে প্রবল নিম্নচারপের সম্ভাবনা তৈরি হয়েছে ৷ এর জেরেই আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ ১১ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ এক নজরে দেখে নেওয়া যাক ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, ঙুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও নদিয়ায় ৷

advertisement

আরও পড়ুন : #EgiyeBangla : বিশ্ব বাংলা শিল্পী হাট, হস্তশিল্পের প্রসারে উদ্যোগী রাজ্য

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আজ ও আগামিকাল প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ মৎসজীবিদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ৷ তাঁদের গভীর সমুদ্রে যেতে মানা করা হয়েছে ৷ আর আমাদের পক্ষ থেকেও অনুরোধ করা হচ্ছে সাবধানে রাস্তাঘাটে যাতায়াত করবেন ৷ বর্ষায় এই আবহাওয়ায় ভাল থাকুন, সুস্থ থাকুন ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রবল বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ জুড়ে, ভাসবে আজ ও আগামিকাল