কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা ভাসবে বৃষ্টিপাতে

Last Updated:

আগামী ২ থেকে ৩ ঘণ্টায় কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে

#কলকাতা: মেঘ-বৃষ্টির লুকোচুরিতেই গতকাল ও আজ কেটেছে দিন ৷ আজ সকাল থেকেও বেশ কিছুক্ষণ সূর্যিমামার দেখা পাওয়া গিয়েছিল ৷ এমনিতেই বেশ কয়েকদিন ধরেই লাগাত ঘূর্নাবর্তের জেরে রাজ্যের বেশ কিছু মানুষকে ভোগান্তির শিকার হতে হয়েছে ৷
তবে ভ্যাপসা গরম, প্যাচপ্যাচে ঘাম, ঘামের প্রকোপ থেকে কিছুটা নিষ্কৃতি পেয়েছেন মানুষ ৷ প্রায় গত ১৫ দিনে নামমাত্র সূর্যের মুখ দেখেছে বঙ্গবাসী ৷ সপ্তাহের শেষেও বৃষ্টির সতর্কতা যেন অস্বস্তিকর গরমকে খানিকটা দূরে সরিয়ে বজায় রাখবে ৷ বৃষ্টির রেশ বজায় রাখারই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
আগামী ২ থেকে ৩ ঘণ্টায় কলকাতা সহ  কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস ৷ বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ কোথও কোথাও ভারী দু'এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে ৷ আবহাওয়া দফতর ৷
advertisement
advertisement
তবে এই বৃষ্টিপাতের ফলে তেমন কোনও বিশেষ সতর্কতা জারি না করলেও ৷ স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে ৷ যে সমস্ত এলাকায় একটু বৃষ্টিতেই জল জমে যায় সেই সমস্ত এলাকার দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ পুর ও পঞ্চায়েত প্রতিনিধিদের নিজের এলাকায় নজর রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা ভাসবে বৃষ্টিপাতে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement