তাতেই ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। শিশুটির বাবাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এলাকায় ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে ভাঙচুর করে। অভিযোগ, একজন মাত্র পুলিশ যতক্ষণে ঘটনাস্থলে ছুটে আসে, ততক্ষণে ঘাতক গাড়িটি পালিয়ে যায়। রাস্তা অবরোধ করে জনতা। ডায়মন্ড হারবার রোড সহ বেহালা চৌরাস্তাও অবরুদ্ধ হয়ে পড়ে।
advertisement
আরও পড়ুন: দারুণ উদ্যোগ ! রাজ্যের ২৮টি স্টেশনের লুক হতে চলেছে বিমানবন্দরের ধাঁচে
উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনীও। পুলিশের তরফে কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে বলে স্থানীয় সূত্রে খবর। পাল্টা উন্মত্ত জনতার ছোড়া পাথরে আহত হয়েছেন কয়েক জন পুলিশকর্মী। আহত হয়েছেন বেশ কয়েক জন স্থানীয়ও। স্থানীয় এক মহিলার মুখে কাঁদানে গ্যাসের সেল এসে লাগায় গভীর ক্ষত হয়েছে বলে অভিযোগ। যা ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে।
আরও পড়ুন: ‘ওরা এখন থেকেই EVM হ্যাক…’ বড় আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়!
জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ছটা নাগাদ। প্রায় আড়াই ঘণ্টা ধরে রাস্তা অবরুদ্ধ থাকার পর পুলিশের বিশাল বাহিনী পৌঁছায় এলাকায়। এলাকার পরিস্থিতি এখনও যথেষ্ট থমথমে।