জোকা থেকে প্রথম স্টেশন ঠাকুরপুর পর্যন্ত মেট্রো ভাড়া ৫ টাকা। বেহালা চৌরাস্তা পর্যন্ত যেতে খরচ হবে ১০ টাকা।তারাতলা পর্যন্ত যেতে যাত্রীদের খরচ হবে ২০ টাকা। ২০ টাকার বেশি আপাতত মেট্রো ভাড়া এই লাইনে থাকছে না। সর্বনিম্ন ৫ টাকা মেট্রো ভাড়া হওয়ায় যাত্রীদের অনেকেই বিরাট সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। এই লাইনের বাকি অংশের কাজও জোরকদমে চলছে।
advertisement
আরও পড়ুন - Pele Passed Away: আর নেই পেলে, রয়ে গেল বিপুল কোটি কোটি-র সম্পত্তি, রইল হিসেব-নিকেশ
জোকা-তারাতলা মেট্রো রুট:জমি জট, মাঝেরহাটের ব্রিজ ভেঙে পড়া সহ একাধিক সমস্যায় বারবার বাধা পেয়েছে জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্প। প্রায় ১০ কিলোমিটার রুটের কাজ শেষ হতে এখনও কয়েক বছর লাগবে। এই রুটেরই সাড়ে ৬ কিলোমিটার অংশ চালু হতে চলেছে। এই রুটে রয়েছে মোট ছ’টি স্টেশন। এই স্টেশনগুলি হল জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা।
আরও পড়ুন - সাত হাজার ৮০০ কোটি টাকার বেশি প্রকল্প পেতে চলেছে আজ রাজ্য
ওয়ান মেট্রো সার্ভিস অবশ্য হচ্ছে এই রুট। তবে আগামী ছয় মাসে এই অবস্থার বদল হবে বলে জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। এই মেট্রো রুটে এখনও অটো সিগন্যালিং ব্যবস্থা বসানো হয়নি। তাই আপাতত ‘ওয়ান মেট্রো সার্ভিস’ পদ্ধতিতে এই রুট মেট্রো চালু করা হচ্ছে। অর্থাৎ, একটি ট্রেনই যাত্রী নিয়ে তারাতলা থেকে জোকা যাবে। সেই ট্রেনটাই আবার জোকা থেকে যাত্রী নিয়ে ফিরে আসবে তারাতলায়। অর্থাৎ, একটি মেট্রো মিস করলে পরের ট্রেনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় বসে থাকতে হবে স্টেশনে। মেট্রো অবশ্য আশাবাদী। দীর্ঘ বছর ধরে আটকে থাকা প্রকল্পের কাজ অবশেষে আশার আলো দেখল। ২০২২ সালের শেষে গড়াচ্ছে মেট্রোর চাকা। এর ফলে খুশি বেহালাবাসীরা।
ABIR GHOSHAL