সামনেই ধনতেরাস, দীপাবলি৷ তা কাটতে না কাটতেই বিয়ের মরশুম। উৎসব আবহে মাথায় হাত পড়েছিল বউবাজারের স্বর্ণ ব্যবসায়ীদের। বউবাজার এলাকায় রয়েছে একাধিক সোনার দোকান। গত শুক্রবার ভোরে মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল দেওয়ায় স্বর্ণ ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছিল। দেখা যাচ্ছে যেখানে বসে তাঁরা কাজ করছেন তারই ওপরে দেখা দিয়েছে ফাটল। ফাটলের জেরে তড়িঘড়ি অনেক স্বর্ণ ব্যবসায়ী সোনার গয়না গাঁটি ব্যাগ সুটকেস, ট্রাঙ্কে ভরে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ সকাল থেকেই বাংলা স্তব্ধ করার হুঁশিয়ারি বিজেপি-র, রাজ্য জুড়ে প্রতিবাদে বামেরাও
স্বর্ণ শিল্প বাঁচাও সংগঠনের সভাপতি সমর দে জানিয়েছেন, ”কোভিডকালে এমনিতেই ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। সামনেই ধনতেরাস, দীপাবলি৷ আর তারপরই বিয়ের মরশুম। প্রচুর অর্ডার হাতে রয়েছে। কীভাবে কী সামাল দেব তা ভেবেই আমাদের সংগঠনের দিশেহারা অবস্থা। এবারে প্রচুর মানুষ ধনতেরাস উপলক্ষে আসছেন। তারা ছোট জিনিস নন, বড় জিনিসকেনার দিকেই ঝুঁকছেন৷ ফলে ব্যবসা এবার ভালই হবে। তাই যাতে আর কোনও সমস্যা না হয় সেটা দেখতে বলা হয়েছে।"
সংগঠনের বক্তব্য ছটি দোকানের অবস্থা খুব খারাপ। সেই বিষয়ে তারা জানিয়েছে KMRCL আধিকারিকদের৷ তাঁদের তরফেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে KMRCL৷