কলকাতা পুরসভার আইনে ৪১১/২ ধারায় তিন দিনের মধ্যে বিপদজনক বাড়ি খালি করে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রবি অথবা সোমবার বাড়ি ভাঙার কাজ শুরু হতে পারে।
সূত্রের খবর, পাশের সাদা বাড়িতে আগেই কলকাতা পুরসভার বেআইনি নির্মাণের নোটিশ দিয়েছিল ৪০১ ধারায়। বিল্ডিং নির্মাণে কোনওরকম ছাড়ের নিয়ম মানা হয়নি বলে কলকাতা পুরসভার তরফে নোটিশ দেওয়া হয়েছিল। বেআইনিভাবে উপরের ফ্লোর তৈরি করা হয়েছিল বলেও পুরসভা সূত্রে খবর। পুরসভার ইঞ্জিনিয়াররা এই বাড়িটি পরীক্ষা করে দেখবেন। সবুজ বাড়িটির মতো সাদা বাড়িটিরও বেআইনি অংশ ভেঙে ফেলা হবে বলে পুরসভা সূত্রে খবর। কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা প্রাথমিকভাবে যে কনস্ট্রাকশন ইভালুয়েশন (মাপজোক) করেছেন তা সবুজ বাড়ি পুষ্পাঞ্জলি রেসিডেন্সি। সাদা বাড়ি অর্থাৎ নির্মীয়মান বাড়িতে পুরসভার কনস্ট্রাকশন হয়নি।
advertisement
আরও পড়ুন: সঞ্জয়ের আজীবন কারাবাস, সুপ্রিম কোর্টে আরজি কর মামলা উঠতেই যা বললেন প্রধান বিচারপতি! নজরে ‘২৯’
পুরসভার ইঞ্জিনিয়রদের দেওয়া রিপোর্টে উল্লেখ, সবুজ বাড়িটি সাদা বাড়ির দিকে হেলে রয়েছে। সেই সবুজবাড়ি পুষ্পাঞ্জলি রেসিডেন্সিকেই ভাঙার নোটিশ দেওয়া হয়েছে। বাড়িটি তিন দিনের মধ্যে খালি করার কথা বলা হয়েছে। পুরসভার সূত্রে খবর নির্মীয়মান সাদা বাড়িটি ৪০১ ধারায় নোটিশ করা হয়েছে বেআইনি নির্মাণের। হেলে পড়া বিপজ্জনক বাড়ি এমন নোটিশ দেওয়া হয়নি।