TRENDING:

পুজোর আগেই শহরে খুলছে রুফ টপ! তবে মানতে হবে এই শর্তগুলি

Last Updated:

শহরে এবার নতুন করে কোনও রুফ টপ তৈরি করতে না প্রশাসনের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শহরে এবার নতুন করে কোনও রুফ টপ তৈরি করতে না প্রশাসনের। পাশাপাশি পুরনো (যা এখন বন্ধ) রুফটপ যেগুলো আছে তাদের সামনের দিকে ৫০% ছেড়ে আবার নতুন করে সমস্ত কাঠামো তৈরী করতে হবে তবেই পুজোর আগে রুফ টপ খুলতে পারবেন রুফ টপের মালিকেরা।
পুজোর আগেই খুলছে রুফ টপ তবে মানতে হবে এই শর্তগুলি
পুজোর আগেই খুলছে রুফ টপ তবে মানতে হবে এই শর্তগুলি
advertisement

নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর কমিটি তৈরী করে দেওয়া হয়েছিল, তারপর সেই কমিটি ২৮ মে একটি বৈঠক করেছিল। আর এবার ২৭ আগস্ট রুফ টপের বিষয় এস.ও.পি প্রকাশ করা হল প্রসাশনের তরফে। রুফ টপ রেস্টুরেন্ট, রেসিডেন্সিয়ালের জন্য নয় । বাড়ির ছাদ কেউ ভাড়া  দিতে পারবে না। পাশাপাশি ননরেসিডেন্সিয়াল বিল্ডিং-এর ক্ষেত্রেও রুফ টপ তৈরীতে বাধা প্রশাসনের। ১৫ সেপ্টেম্ববের মধ্যে খুলবে রুফ টপ, তবে তার আগে মুচলেকা দিতে হবে রেস্তোরাঁ গুলোকে। মুচলেকা দিতে হবে এসওপির নির্দেশে মতো।

advertisement

আরও পড়ুন: কালো গর্ত, প্রবল যন্ত্রণা! দাঁতে পোকার সমস‍্যায় জেরবার? মিষ্টি খেলেই নয়, কোন ভিটামিনের অভাবে দাঁতে পোকা লাগে জানেন?

এই বিধিনিষেধে কী রয়েছে?

১.) নতুন করে রুফ টপ নয়।

২.) রুফটপ যেগুলো আছে তাদের সামনের দিকে ৫০% ছেড়ে তৈরী করতে হবে।

রুফ টপগুলোকে সামনের দিকে ৫০% ছেড়ে দিতে হবে ফাঁকা জায়গা হিসেবে। আর বাকি ৫০% শতাংশ সেখানে তারা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে যাবে। সিঁড়িকে খালি রাখতে হবে যাতে করে বিপদ হলে মানুষকে উদ্ধারে বাধা না আসে।

advertisement

সব নন রেসিডেন্সিয়াল এলাকায় ফায়ার অডিট করবে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁতে অডিট করে ফায়ার লাইসেন্স রিনিউ হবে। এই কাজ তিন মাসের  মধ্যে শেষ হবে। রুফ টপ রেস্টুরেন্টে এবার থেকে সেলিন্ডার ব্যবহার করা চলবে না। পরিবর্ত ইলেকট্রনিক্স জিনিস ব্যবহার করতে হবে রুফ টপ কর্তৃপক্ষকে।

আরও পড়ুন: এবার ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে, কবে শুনানি? E20 পেট্রোলে কি সত‍্যিই ক্ষতি হবে গাড়ির?

advertisement

এর পর একটি বিল আসবে সেখানে ছাদ বিক্রী বন্ধ করার কথা বলা থাকনে। কমন এরিয়া করে রাখতে হবে ছাদকে জানালেন মন্ত্রী ফিরাহাদ হাকিম। সেইসঙ্গে তিনি জানান  পুলিশ ও করপরেশন অডিটের পর  মুচলেকা দিলে তবেই রুফটফ বৈধ হিসিবে স্বীকৃতি পাবে। তখনই খোলা সম্ভব রুফ টপ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোর আগেই শহরে খুলছে রুফ টপ! তবে মানতে হবে এই শর্তগুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল