নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর কমিটি তৈরী করে দেওয়া হয়েছিল, তারপর সেই কমিটি ২৮ মে একটি বৈঠক করেছিল। আর এবার ২৭ আগস্ট রুফ টপের বিষয় এস.ও.পি প্রকাশ করা হল প্রসাশনের তরফে। রুফ টপ রেস্টুরেন্ট, রেসিডেন্সিয়ালের জন্য নয় । বাড়ির ছাদ কেউ ভাড়া দিতে পারবে না। পাশাপাশি ননরেসিডেন্সিয়াল বিল্ডিং-এর ক্ষেত্রেও রুফ টপ তৈরীতে বাধা প্রশাসনের। ১৫ সেপ্টেম্ববের মধ্যে খুলবে রুফ টপ, তবে তার আগে মুচলেকা দিতে হবে রেস্তোরাঁ গুলোকে। মুচলেকা দিতে হবে এসওপির নির্দেশে মতো।
advertisement
এই বিধিনিষেধে কী রয়েছে?
১.) নতুন করে রুফ টপ নয়।
২.) রুফটপ যেগুলো আছে তাদের সামনের দিকে ৫০% ছেড়ে তৈরী করতে হবে।
রুফ টপগুলোকে সামনের দিকে ৫০% ছেড়ে দিতে হবে ফাঁকা জায়গা হিসেবে। আর বাকি ৫০% শতাংশ সেখানে তারা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে যাবে। সিঁড়িকে খালি রাখতে হবে যাতে করে বিপদ হলে মানুষকে উদ্ধারে বাধা না আসে।
সব নন রেসিডেন্সিয়াল এলাকায় ফায়ার অডিট করবে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁতে অডিট করে ফায়ার লাইসেন্স রিনিউ হবে। এই কাজ তিন মাসের মধ্যে শেষ হবে। রুফ টপ রেস্টুরেন্টে এবার থেকে সেলিন্ডার ব্যবহার করা চলবে না। পরিবর্ত ইলেকট্রনিক্স জিনিস ব্যবহার করতে হবে রুফ টপ কর্তৃপক্ষকে।
এর পর একটি বিল আসবে সেখানে ছাদ বিক্রী বন্ধ করার কথা বলা থাকনে। কমন এরিয়া করে রাখতে হবে ছাদকে জানালেন মন্ত্রী ফিরাহাদ হাকিম। সেইসঙ্গে তিনি জানান পুলিশ ও করপরেশন অডিটের পর মুচলেকা দিলে তবেই রুফটফ বৈধ হিসিবে স্বীকৃতি পাবে। তখনই খোলা সম্ভব রুফ টপ।