TRENDING:

'কত পুরনো স্মৃতি আজ মনে আসছে...' রিজওয়ানুর ও রুকবানুর রহমানের মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Last Updated:

প্রয়াত হলেন রিজওয়ানুর ও রুকবানুর রহমানের মা কিশওয়ার জাহান। বুধবার, সন্ধ্যায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে আবেগঘন পোস্ট করে নিজের সোশ্যাল হ্যান্ডেল X-এ শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: উল্লেখ্য, ২০০৭ সালে রিজওয়ানুরের মৃত্যু নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে বহু জল। রিজওয়ানুরের দাদা রুকবানুর চাপড়ার তৃণমূল বিধায়ক। তাঁর পরিবারের খবরাখবর নিয়মিতই রাখেন মমতা। গত বছরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রিজওয়ানুরের বাড়িতে যান মুখ্যমন্ত্রী।
কিশওয়ার জাহানের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
কিশওয়ার জাহানের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
advertisement

চলতি বছরেও ইদের সকালে রিজওয়ানুর রহমানের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। লাল মসজিদের সামনে নেমে পড়েন গাড়ি থেকে। এরপর সেখান থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যান সাদা মসজিদ পর্যন্ত। রাস্তার দু’পাশে থাকা আমজনতাকে শুভেচ্ছা জানান তিনি। এরপর রিজওয়ানুরের বাড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী।

রিজওয়ানুরের স্মৃতিতে তৈরি বেদিতে মাল্যদান করেন। কথা বলেন রিজওয়ানুরের মা-সহ পরিবারের সদস্যদের সঙ্গে। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন তিনি। সাক্ষাতের মাত্র কয়েকমাসের মধ্যে এমন দুঃসংবাদে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'কত পুরনো স্মৃতি আজ মনে আসছে...' রিজওয়ানুর ও রুকবানুর রহমানের মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল