TRENDING:

West Bengal News: দেশে জ্বালানি তেল ফুরাচ্ছে, বাড়ন্ত কেরোসিন, চলে যাচ্ছে চোরা কারবারিদের কাছে!

Last Updated:

West Bengal News: কেরোসিন তেলের দাম বর্তমানে ৬৫ টাকা লিটার। এপ্রিল মাস থেকে ৭৮ টাকা লিটার হবে বলে শোনা যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাশিয়ার ক্রুড অয়েল রপ্তানি বন্ধ। শ্রীলঙ্কায় জ্বালানি তেলের অভাবে হাহাকার চলছে। লোকসভায় সরকারপক্ষ বিবৃতিতে বলেছে ৭৪ দিনের জ্বালানি তেল মজুত আছে।প্রতিদিন বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। মাথায় হাত সাধারণ মানুষ থেকে সরকারের। ঠিক এই সময় কেরোসিন তেল নেওয়ার লোকের অভাব পশ্চিমবাংলার বিভিন্ন জেলায়।  দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার আইলা অধ্যুষিত অঞ্চল গুলিতে, রেশন কার্ড প্রতি ১ লিটার করে কেরোসিন তেল বরাদ্দ। আর বাদবাকি জেলাগুলোতে আড়াইশো মিলিলিটার কার্ড পিছু বরাদ্দ।
কেরোসিনে কালোবাজারি
কেরোসিনে কালোবাজারি
advertisement

এখানেই বেশ মজা। কেরোসিন তেলের দাম বর্তমানে ৬৫ টাকা লিটার। এপ্রিল মাস থেকে ৭৮ টাকা লিটার হবে বলে শোনা যাচ্ছে। যেহেতু কেরোসিন তেলের দাম লিটার পিছু অনেকটাই বেশি।সেহেতু কেরোসিন তেল রেশন সবাই নিচ্ছে না। রাজ্যের বেশিরভাগ মানুষের রান্নার গ্যাস রয়েছে। বাড়িতে ২৪ ঘন্টা বিদ্যুৎ রয়েছে। অতএব কেরোসিন তেল বেশিরভাগ পরিবারে কোন কাজেই লাগে না বলে দাবি অনেকের। কেরোসিন ডিলারদের বক্তব্য, 'কেরোসিনে লিটার প্রতি লাভ থাকে একটা থেকে দেড় টাকা। উপরন্তু তেলের দাম বেড়ে যাওয়ার জন্য তেল কিনতে মূলধন লাগে অনেকটাই। তার উপর গোডাউনে ওই তেল পড়ে থাকে। যার ফলে অনেকটাই আর্থিক ক্ষতি হয়।'

advertisement

আরও পড়ুন: মিলবে ২৭.৫২ শতাংশ রিটার্ন, বিনিয়োগের জন্য এই মানি মার্কেট ফান্ড আদর্শ!

এই সুযোগ নিয়েছে কেরোসিন তেলের এজেন্সি এবং বেশকিছু কেরোসিন তেল ডিলার। তারা অন্যান্য ডিলারদের কাছ থেকে কেরোসিন তেল সংগ্রহ করে বিক্রি করছে চোরাই মার্কেটে। আর এই চোরাই কারবারের মূল পিঠস্থান হয়ে উঠেছে কাকদ্বীপ মহকুমা এলাকা। ওই মহাকুমা এলাকার বিজয় মালী নামে কেরোসিন তেল ডিলার নেতা।তিনি বিভিন্ন ডিলারদের কাছ থেকে কেরোসিন তেল সংগ্রহ করে বিক্রি করছেন চোরাই বাজারে।

advertisement

আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যে বড়লোক হয়ে গিয়েছেন বিনিয়োগকারীরা, কী এই জিলিকা ক্রিপ্টো?

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামে অস্থায়ী সিনেমা হল, কালীপুজোয় জঙ্গলমহলে ভিন্ন আয়োজন, উপভোগ করলেন আট থেকে আশি
আরও দেখুন

ওই এলাকায় যেন উভয় সংকট।পুলিশ কেরোসিন তেল রেড করে বাজেয়াপ্ত করছে। প্রশ্ন, প্রতি সপ্তাহ এবং মাসে যেভাবে কেরোসিন তেল জমছে, সেই কেরোসিন তেল নেওয়ার লোক কোথায়? কেরোসিন তেল মজুত রাখার অপরাধে বেশ কয়েকজন জেলও খেটেছে। অনেকেরই প্রশ্ন, কেরোসিন তেল কি তাহলে জলে ভাসিয়ে দেব?  আর সেই কেরোসিন তেল নিয়ে মাফিয়া রাজ চলছে কাকদ্বীপ,ফ্রেজারগঞ্জ,পাথরপ্রতিমা,সাগরদ্বীপের বিভিন্ন এলাকাতে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News: দেশে জ্বালানি তেল ফুরাচ্ছে, বাড়ন্ত কেরোসিন, চলে যাচ্ছে চোরা কারবারিদের কাছে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল