TRENDING:

যাত্রীদের নানা অভিযোগ ছিল কবি সুভাষ মেট্রো স্টেশনকে ঘিরে, অবশেষে শুরু হচ্ছে স্টেশন পরিকাঠামো সংষ্কারের কাজ

Last Updated:

কলকাতা মেট্রোর কবি সুভাষ স্টেশন (পূর্বের নাম নিউ গড়িয়া মেট্রো স্টেশন) একটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন এবং এটি উত্তর-দক্ষিণ করিডোর (ব্লু লাইন) ও বাইপাস করিডোরের (কমলা লাইন) একটি টার্মিনাল স্টেশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: কবি সুভাষ মেট্রো স্টেশন, যা নিউ গড়িয়া নামেও পরিচিত, বর্তমানে বেহাল দশার সম্মুখীন হয়েছে বলে কিছু সূত্রে জানা যাচ্ছে। বিশেষ করে স্টেশনের সিঁড়ি ও প্ল্যাটফর্মে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব এবং অন্যান্য কিছু সমস্যার কথা কিছু ব্যবহারকারী উল্লেখ করেছেন। কলকাতা মেট্রোর কবি সুভাষ স্টেশন (পূর্বের নাম নিউ গড়িয়া মেট্রো স্টেশন) একটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন এবং এটি উত্তর-দক্ষিণ করিডোর (ব্লু লাইন) ও বাইপাস করিডোরের (কমলা লাইন) একটি টার্মিনাল স্টেশন। এই স্টেশনটি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত বিস্তৃত ব্লু লাইনের একটি অংশ এবং ২৬টি স্টেশনের মধ্যে এটি একটি।
News18
News18
advertisement

আরও পড়ুন– মৌরি-জোয়ান ভুলে যান, পেটে গ্যাস হলে কাজে আসবে স্রেফ এক চিমটি হিং ! দেখে নিন কী করতে হবে

কিছু ব্যবহারকারীর মতে, স্টেশনের সিঁড়ি এবং প্ল্যাটফর্মে ময়লা দেখা যায়, যা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব নির্দেশ করে। এছাড়াও, স্টেশনের সাধারণ পরিবেশ এবং যাত্রী সুবিধার বিষয়ে কিছু ক্ষেত্রে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, এই মেট্রো স্টেশনটি দক্ষিণ কলকাতার যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ পরিবহণ ব্যবস্থা হিসেবে বিবেচিত। সুতরাং, কবি সুভাষ মেট্রো স্টেশনের বর্তমান অবস্থা মিশ্র প্রকৃতির। একদিকে যেমন এটি দক্ষিণ কলকাতার একটি গুরুত্বপূর্ণ পরিবহণ কেন্দ্র, অন্যদিকে এর কিছু অংশে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং অন্যান্য কিছু সমস্যা রয়েছে।

advertisement

আরও পড়ুন– ঘূর্ণাবর্ত, অক্ষরেখার প্রভাবে ঝড়-বৃষ্টি চলবে রাজ্যে ! দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

কবি সুভাষ স্টেশনকে কেন্দ্র করে জুড়ে যাচ্ছে মেট্রোর দুই লাইন। আর ক’দিন পরেই পুরোদমে যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে কবি এয়ারপোর্ট-নিউ গড়িয়া রুটে। এই রুটেরই প্রান্তিক স্টেশন হল নিউ গড়িয়া বা কবি সুভাষ। আবার এখান থেকেই মেট্রো পথে পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভ হয়ে এয়ারপোর্ট। তবে আপাতত কবি সুভাষ থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে। ফলে দক্ষিণেশ্বর থেকে সোজা কবি সুভাষ হয়ে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো পথেই চলে যেতে পারবেন কোনও যাত্রী। এক টিকিটেই মিলবে এই পরিষেবা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এছাড়াও কবি সুভাষের লাগোয়া রয়েছে পূর্ব রেলের সাউথ সেকশনের নিউ গড়িয়া স্টেশন। এর ফলে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা যেমন ক্যানিং, ডায়মন্ড হারবার, নামখানা থেকে আসা যাত্রীরাও অনেক সহজে এবং কম সময়ে কলকাতা ভিতরের কোনও জায়গায় পৌঁছে যেতে পারবেন। মেট্রো কর্তৃপক্ষের আশা এর ফলে আগামী দিনে কবি সুভাষ মেট্রো স্টেশন দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করবেন। এর জন্য স্টেশনে ঢোকা বেরনোর জন্য একাধিক পথ তৈরি করা হয়েছে। সবমিলিয়ে থাকছে ১৭টি এসকেলেটার, আটটি লিফট এবং ১৯টি সিঁড়ি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
যাত্রীদের নানা অভিযোগ ছিল কবি সুভাষ মেট্রো স্টেশনকে ঘিরে, অবশেষে শুরু হচ্ছে স্টেশন পরিকাঠামো সংষ্কারের কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল