আরও পড়ুন– মৌরি-জোয়ান ভুলে যান, পেটে গ্যাস হলে কাজে আসবে স্রেফ এক চিমটি হিং ! দেখে নিন কী করতে হবে
কিছু ব্যবহারকারীর মতে, স্টেশনের সিঁড়ি এবং প্ল্যাটফর্মে ময়লা দেখা যায়, যা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব নির্দেশ করে। এছাড়াও, স্টেশনের সাধারণ পরিবেশ এবং যাত্রী সুবিধার বিষয়ে কিছু ক্ষেত্রে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, এই মেট্রো স্টেশনটি দক্ষিণ কলকাতার যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ পরিবহণ ব্যবস্থা হিসেবে বিবেচিত। সুতরাং, কবি সুভাষ মেট্রো স্টেশনের বর্তমান অবস্থা মিশ্র প্রকৃতির। একদিকে যেমন এটি দক্ষিণ কলকাতার একটি গুরুত্বপূর্ণ পরিবহণ কেন্দ্র, অন্যদিকে এর কিছু অংশে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং অন্যান্য কিছু সমস্যা রয়েছে।
advertisement
কবি সুভাষ স্টেশনকে কেন্দ্র করে জুড়ে যাচ্ছে মেট্রোর দুই লাইন। আর ক’দিন পরেই পুরোদমে যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে কবি এয়ারপোর্ট-নিউ গড়িয়া রুটে। এই রুটেরই প্রান্তিক স্টেশন হল নিউ গড়িয়া বা কবি সুভাষ। আবার এখান থেকেই মেট্রো পথে পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভ হয়ে এয়ারপোর্ট। তবে আপাতত কবি সুভাষ থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে। ফলে দক্ষিণেশ্বর থেকে সোজা কবি সুভাষ হয়ে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো পথেই চলে যেতে পারবেন কোনও যাত্রী। এক টিকিটেই মিলবে এই পরিষেবা।
এছাড়াও কবি সুভাষের লাগোয়া রয়েছে পূর্ব রেলের সাউথ সেকশনের নিউ গড়িয়া স্টেশন। এর ফলে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা যেমন ক্যানিং, ডায়মন্ড হারবার, নামখানা থেকে আসা যাত্রীরাও অনেক সহজে এবং কম সময়ে কলকাতা ভিতরের কোনও জায়গায় পৌঁছে যেতে পারবেন। মেট্রো কর্তৃপক্ষের আশা এর ফলে আগামী দিনে কবি সুভাষ মেট্রো স্টেশন দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করবেন। এর জন্য স্টেশনে ঢোকা বেরনোর জন্য একাধিক পথ তৈরি করা হয়েছে। সবমিলিয়ে থাকছে ১৭টি এসকেলেটার, আটটি লিফট এবং ১৯টি সিঁড়ি।