TRENDING:

Kavi Subhash Metro: RITES-এর তত্ত্বাবধানে হবে কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কার, ভেঙে আবার পুনরায় স্টেশন পরিকাঠামো নির্মাণে সময় লাগবে ৯ মাস

Last Updated:

আগামী ৯ মাসের মধ্যে মেট্রো সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বলেই দাবি মেট্রো কর্তৃপক্ষের। আর তারপরই ফের যাত্রী পরিষেবা শুরু হবে। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন রক্ষণাবেক্ষণের ত্রুটির কারণেই এই অবস্থা তৈরি হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: মাত্র ১৫ বছরেই বেহাল অবস্থা কবি সুভাষ মেট্রো স্টেশনের। মেট্রো স্টেশনের পুরোপুরি সংস্কার করা হবে বলে জানিয়ে দিয়েছে মেট্রো। ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। আগামী ১৯ অগাস্ট সেই টেন্ডার খোলা হবে। এই ইস্যুতে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে মেট্রো। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে গত ২৮ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা চালু রয়েছে। সম্পূর্ণ মেট্রো স্টেশনটি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৯ মাসের মধ্যে মেট্রো সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বলেই দাবি মেট্রো কর্তৃপক্ষের। আর তারপরই ফের যাত্রী পরিষেবা শুরু হবে। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন রক্ষণাবেক্ষণের ত্রুটির কারণেই এই অবস্থা তৈরি হয়েছে।
RITES-এর তত্ত্বাবধানে হবে কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কার
RITES-এর তত্ত্বাবধানে হবে কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কার
advertisement

আরও পড়ুন- আরও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে ! উত্তরেও চলবে বৃষ্টি, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস জানিয়েছেন, যে কোনও কংক্রিটের স্ট্রাকচার, তার সার্ভিসটা ১০০ বছরের কাছাকাছি হওয়ার কথা। যার ১০০ বছর পরিষেবা দেওয়ার কথা, তার যদি মাত্র ১৫ বছরেই ক্র‍্যাক হয় তাহলে ধরে নিতে হবে নির্মাণে ত্রুটি ছিল। না হলে রক্ষণাবেক্ষণের অভাব প্রকট। অগভীর ভিতের উপর তৈরি হলে এমনটা হতে পারে। তবে কবি সুভাষ মেট্রো স্টেশনের ফাটল দেখে মনে হচ্ছে, রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে ধরণের শিডিউল অফ মেনটেন্যান্স ফলো করা হয়, এক্ষেত্রে সেটা হত না। আর তার ফল এটাই। আপাতত RITES-এর পক্ষ থেকে রিপোর্ট দিয়ে জানানো হচ্ছে কী কী ধরণের সংষ্কার করতে হবে। তবে শুধুমাত্র লাইন রেখে বাকি স্টেশন পরিকাঠামো নতুন করে নির্মাণ করতে হবে।

advertisement

আরও পড়ুন– বেতাবের জন্য পেয়েছিলেন মোটে ৫০০ টাকা আয় করেছিলেন, ১ টাকার মিল খেয়ে থাকতেন ! এখন তাঁর ছেলের ছবি ৮০০ কোটি টাকা আয় করে

মেট্রো রেলওয়ে প্রগতিশীল শ্রমিক কর্মচারী ইউনিয়নের-সহ সভাপতি শুভাশিস সেনগুপ্ত জানিয়েছেন,

সেরা ভিডিও

আরও দেখুন
বারাসাতে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী! দেবী আসনে 'কৃষ্ণকালী', বাড়ি বসেই দর্শন করুণ
আরও দেখুন

‘‘আমরা আগাগোড়াই বলে আসছিলাম যে কবি সুভাষ স্টেশনের বিপর্যয়, মেট্রো রেলের বেসরকারিকরণ ইত্যাদি কোনও ঘটনা হঠাৎ নয়। অনেক দিন ধরেই এগুলো চলছে। মেট্রো কর্তৃপক্ষ যথারীতি আমাদের বক্তব্য কে অসার বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আজ আবার টেন্ডার প্রকাশ করা এবং জেনারেল ম্যানেজারের কথা থেকেই পরিষ্কার হয়ে গেল, আমরাই সত্য তথ্য দিচ্ছিলাম এবং দৃষ্টি আকর্ষণ করছিলাম।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kavi Subhash Metro: RITES-এর তত্ত্বাবধানে হবে কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কার, ভেঙে আবার পুনরায় স্টেশন পরিকাঠামো নির্মাণে সময় লাগবে ৯ মাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল