লোকসভা নির্বাচনের আগে যোগদানের জন্য বিশেষ কমিটি তৈরি করেছে বিজেপি। কমিটির আহ্বায়ক পদে রয়েছেন শুভেন্দু অধিকারী। হিমন্ত বিশ্ব শর্মা জাতীয় স্তরে যোগদানের বিষয়টি রয়েছেন। এর জন্য চার সদস্যের কমিটি করা হয়েছে।
আরও পড়ুন: ৩০ ফেব্রুয়ারি! হ্যাঁ, এই দিনটিও এসেছে পৃথিবীতে! কবে জানেন তো? শুনলে যেন আকাশ থেকে পড়বেন
দুদিন আগেই কৌস্তভ বাগচী কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফার কথা জানিয়ে চিঠি পাঠান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং কংগ্রেসের হাইকমান্ড মল্লিকার্জুন খাড়গেকে। বেশ কয়েকদিন ধরেই কৌস্তভকে নিয়ে জল্পনা চলছিল। কংগ্রেস শিবির ছেড়ে তাহলে কি কৌস্তভ বিজেপিতে যোগদান করবেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে। শেষমেষ পদ্ম ফুল শিবিরেই যোগদান করলেন কৌস্তভ।
advertisement
আরও পড়ুন: ‘এখানে বাড়ি নিচ্ছেন না কেন?’ পার্থ মামলায় হঠাৎ মন্তব্য বিচারপতির! কী এমন ঘটল?
কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার পর কৌস্তভ বাগচী বিজেপিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করে পদ্ম শিবিরের কাছে আবেদন করে। কৌস্তভের সেই আবেদন রাজ্য বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠায়। সেখান থেকে সবুজ সঙ্কেত আসতেই আজ যোগদান করলেন কৌস্তভ।