১৪ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা উপলক্ষে ১৪, ১৫ এবং ১৬ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এই ট্রেনটি হাওড়া থেকে সকাল ৫.৪৫ মিনিটে ছেড়ে রামপুরহাটে সকাল ৯.৫০ মিনিটে পৌঁছবে। এরপর পুনরায় রামপুরহাট থেকে ছেড়ে হাওড়ায় পৌঁছবে দুপুর ০৩:০৫ মিনিটে।
advertisement
আরও পড়ুন: ভাগ্যের উপর থেকে কালো ছায়া কাটাতে কৌশিকী অমাবস্যার রাতে এই কাজগুলি করুন, জানুন জ্যোতিষকথা
এই বিশেষ ট্রেনটি শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা,বোলপুর এবং সাঁইথিয়াতেও দাঁড়াবে। প্রায় একমাসেরও বেশি সময় ধরে রামপুরহাট লাইনে কাজ চলছিল। আর এই কাজ চলার কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছিল। এই অবস্থায় একেবারে পর্যটনশূন্য হয়ে পড়েছিল তারাপীঠ।
আরও পড়ুন: লোকাল ট্রেনের যাত্রীদের জন্য বড় ব্যবস্থা রেলের, প্রতিটি স্টেশনেই এবার দেখবেন এই অভিনব দৃশ্য
সম্প্রতি সেই কাজ শেষ হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। কিন্তু রামপুরহাটের উপর দিয়ে যায় ট্রেনগুলিতে লম্বা ওয়েটিং লিস্ট। ফলে ট্রেনে টিকিট পাওয়া নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়। যদিও ভক্তদের সুবিধার কথা ভেবে আগামী কয়েকদিন স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত জানাল পূর্ব রেলওয়ের।