Local Train: লোকাল ট্রেনের যাত্রীদের জন্য বড় ব্যবস্থা রেলের, প্রতিটি স্টেশনেই এবার দেখবেন এই অভিনব দৃশ্য
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Local Train: যাত্রী নিরাপত্তায় লোকাল ট্রেনের স্টেশনগুলিতে বসছে সিসিটিভি ক্যামেরা।
উত্তর ২৪ পরগনা: লোকাল ট্রেনের যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার বিভিন্ন স্টেশনকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। শিয়ালদহ-বনগাঁ শাখার বিভিন্ন স্টেশনে চলছে সিসিটিভি বসানোর কাজ। ফলে একদিকে যেমন বাড়বে যাত্রী সুরক্ষা অপরদিকে প্রশাসনিক তরফেও চালানো সম্ভব হবে বিশেষ নজরদারি।
ফলে স্টেশনে যাতায়াত করা নিত্যযাত্রীদের পাশাপাশি ব্যবসায়ীদেরও বাড়তি সুবিধা হবে বলে মনে করছেন অনেকেই। নানা সময়ে নানা ভাবে স্টেশনে চুরি, ছিনতাই-সহ একাধিক ঘটনা ঘটে থাকে। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তাই রেলের তরফ থেকে আধুনিকীকরণের জন্য পাশাপাশি সিসিটিভির আওতায় নিয়ে আসা হচ্ছে এই সমস্ত স্টেশনগুলিকে। তাই অশোকনগর-হাবরা-গোবরডাঙ্গা-সহ লোকাল ট্রেনের গন্তব্য স্টেশন গুলিতে মুড়ে ফেলা হচ্ছে সিসিটিভি ক্যামেরায়।
advertisement
আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ শাখায় দুর্ভোগের বড় আশঙ্কা, লোকনাথের জন্মদিনে কচুয়ার জন্য বেশি ট্রেন কখন?
এবার থেকে যাত্রীদের চলাফেরা থেকে শুরু করে ট্রেনে যাত্রায় গতিবিধির ওপরও নজরদারি চালানো হবে। যদিও এ বিষয়ে রেলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি। তবে দ্রুত চালু করা হবে এই সিসিটিভি ক্যামেরার নজরদারি বলেই জানা গিয়েছে রেল পুলিশ সূত্রে। রাতে স্টেশন গুলিতে বহু মানুষজন থাকেন তাদের নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে এই সিসিটিভি ক্যামেরা বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
অসামাজিক কাজকর্ম থেকে স্টেশন কে মুক্ত রাখতেই এই সিসিটিভি বসানোর ভাবনাচিন্তা বলে যাত্রীদের মত। পাশাপাশি যাত্রীরা অনেকটাই খুশি নিরাপত্তা বৃদ্ধি হওয়ায়। তবে এই সিসিটিভি রক্ষণাবেক্ষণের বিষয়টিও বিশেষ নজর দিয়ে দেখার আবেদন জানিয়েছেন লোকাল ট্রেনের যাত্রীরা।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2023 8:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local Train: লোকাল ট্রেনের যাত্রীদের জন্য বড় ব্যবস্থা রেলের, প্রতিটি স্টেশনেই এবার দেখবেন এই অভিনব দৃশ্য