সেই অডিও মিলিয়ে দেখতে চাইছে পুলিশ। অন্যদিকে, চার অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হলে ২২ অগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি কমলেও এখনই থামছে না, উত্তরবঙ্গে দুর্যোগ চলবে !
প্রসঙ্গত, গত ২৫ জুন কসবা আইন কলেজের ইউনিয়ন রুম এবং রক্ষীর ঘরের মধ্যেই ধর্ষিতা হন ওই কলেজের পড়ুয়া। এরপরের দিন তিনি পুলিশের কাছে অভিযোগ জানান। সেই ভিত্তিতেই তদন্ত শুরু হয়।
advertisement
আরও পড়ুন: নবান্ন অভিযানে’ বিশৃঙ্খলা তৈরি, আইন হাতে নেওয়া-সহ একাধিক অভিযোগে FIR দায়ের পুলিশের
পুলিশের কাছে ওই নির্যাতিতা তরুণী দাবি করেন, ওই দিন সন্ধ্যে সাড়ে ৭টা থেকে রাত পৌনে ১১টার মধ্যে ঘটনাটি ঘটে ৷ লালবাজার সূত্রে খবর, ওই তরুণী দাবি করেছেন যে অভিযুক্ত মনোজিৎ মিশ্র প্রথমে তাঁকে কলেজের সামনে থেকে কার্যত ভয় দেখিয়ে ভিতরে ইউনিয়ন রুমে নিয়ে যান । সেই সময় হকি স্টিক দিয়ে তাঁকে মারধর করা হবে বলে ভয় দেখানো হয় । তাঁকে মারধর করা হয় ৷