অভিযোগ, পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে ঠিক এভাবেই জয়ী প্রার্থী অপহরণ করেছে শাসকদলের একাংশ৷ এ নিয়ে এবার আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানালেন সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়৷
বর্ষীয়ান এই বাম নেতার অভিযোগ, পঞ্চায়েত বোর্ড গঠনের জন্য বিরোধী জয়ী প্রার্থীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অপহরণ করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ অপহৃত প্রার্থীদের মধ্যে তিনজন বিজেপি প্রার্থী এবং একজন বাম সমর্থিত নির্দল প্রার্থী৷
advertisement
ইতিমধ্যে এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বর্ষীয়ান সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়৷ অপহৃত জয়ী বিরোধী প্রার্থীদের যাতে খুঁজে দেওয়া হয়, সেই আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি, জয়ী বিরোধী প্রার্থীদের নিরাপত্তাও যাতে সুনিশ্চিত হয়, সেই আর্জিও প্রশাসনের কাছে জানিয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়৷
আরও পড়ুন: সরলেন নন্দিনী! পর্যটন নিগমে এলেন বাবুলের ‘পছন্দের’ সায়ন্তিকা-ইন্দ্রনীল
দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত৷ এখানে মোট আসন ১৫টি। এরমধ্যে তৃণমূল পেয়েছে ৪টি আসন। সিপিআইএম ৩টি। বিজেপি ৬টি পেয়েছিল ও নির্দল পেয়েছিল ২টি আসন। অপহৃত ব্যক্তিরা সেক্ষেত্রে তৃণমূলে যোগ দিলে, তৃণমূল সহজেই বোর্ড গঠন করতে পারবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷
বিরোধী জয়ী প্রার্থীদের তৃণমূলের যোগদানের জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। দাবি, চাপের কাছে মাথা নত না করে পঞ্চসায়র এলাকার একটি গেস্ট হাউসে মঙ্গলবার রাতে আশ্রয় নেন বিরোধী জয়ী প্রার্থীরা৷ বৃহস্পতিবার সেখান থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ। বিচারপতি জয় সেনগুপ্ত বেঞ্চে মামলা। সোমবার শুনানি সম্ভাবনা।