পঞ্চায়েত ভোটের মুখে একের পর এক ভাঙন দেখা দিচ্ছে গেরুয়া শিবিরে। বিধায়ক সুমন কাঞ্জিলালের দলবদল নিয়ে চাপানউতোরের মাঝেই বিজেপি ছাড়লেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। জানা গিয়েছে, সোমবার দুপুরেই সুকান্ত মজমুদাকে দলত্যাগের কথা জানান তিনি। এরপর সোশ্যাল মিডিয়ায় দলত্যাগের বিষয়টি জানান।
advertisement
কাঞ্চনা একটি ফেসবুক পোস্টে জানান, “আপাতত পরিবার ও কাজেই সময় দিতে চাইছি।” কিন্তু কেন হঠাৎ খাতায় কলমে দলত্যাগের সিদ্ধান্ত? সরাসরি কিছু না বললেও কাঞ্চনা মল্লিকের দলত্যাগের নেপথ্যে নব্য-পুরনো দ্বন্দ্বও একটা কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আরও পড়ুন: এই দেশে 'লাল কালি' দিয়ে লিখলেই চরম বিপদ! কেন জানেন? সত্যিটা শুনলে তাজ্জব হয়ে যাবেন!
প্রসঙ্গত, ২০১৯ সালে দিল্লি উড়ে গিয়েছিলেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। সেখানে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন আরও অনেকে। পরবর্তীতে বিজেপির বহু কর্মসূচিতে সামনের সারিতে দেখা যায় কাঞ্চনাকে। তবে একটা সময়ের পর দলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন এই অভিনেত্রী। দলের কোনও কর্মসূচিতেই দেখা যাচ্ছিল না তাঁকে। এসবের মাঝেই দলের সঙ্গে সমস্ত সম্পর্ক 'আপাতত' ছিন্ন করলেন অভিনেত্রী।