কলকাতা: সংসদের বাদল অধিবেশনের মধ্যেই তোলপাড় পড়ল তৃণমূলে। লোকসভার চিফ হুইপ পদ থেকে পদত্যাগ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার দলের সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, লোকসভায় তৃণমূলের পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টানা অনুপস্থিত লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। অসুস্থ সৌগত বন্দ্যোপাধ্যায়ও। চিফ হুইপ পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন। কিন্তু ডেপুটি লিডার কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে লোকসভায় দলের বিষয় দেখার দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। আগামী দিনে এসআইআর এবং বাংলা-বাঙালি ইস্যুই দিল্লিতে তৃণমূলের ইস্যু বলে জানিয়ে দেন মমতা।
advertisement
আরও পড়ুন: ভোটের আগেই বিজেপিতে বিরাট ভাঙন, তৃণমূলে বড় যোগদান! যে আসন নিয়ে আশা বিজেপির, সেখানেই ভাঙল দল
এরপরই হঠাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ পদ থেকে পদত্যাগ করেন বলে খবর। যদিও তার আগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কল্যাণ। এদিকে, সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ না হওয়া পর্যন্ত লোকসভায় দলকে নেতৃত্ব দেবেন অভিষেক। এমনই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তৃণমূল নেত্রী। প্রতিদিনের কোঅর্ডিনেশনের দায়িত্ব লোকসভায় দেওয়া হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে।
দলের মধ্যে কল্যাণ-মহুয়া সংঘাত নতুন নয়। বারবার তা প্রকাশ্যে চলে এসেছে। তা নিয়ে দলনেত্রীও ক্ষোভ প্রকাশ করেন। সূত্রের খবর, এদিনের বৈঠকে মমতা বলেন, ”প্রয়োজন হলে তোমরা একটা কমিটি গড়ো। এই ভাবে বিশৃঙ্খলা হতে পারে না।”