রাণা কর্মকার, হুগলি: অপরাজিতা বিল পাস হলে সব থেকে বেশি ‘ডেথ পানিশমেন্ট‘ পাবে বিজেপির লোকেরাই, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
advertisement
তিনি আরও বলেন, ”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল পাস করাতে চাইছেন, যাতে যে কোনও ধর্ষক তার চরম সাজা পায়। যে কোনও ধর্ষকের যাতে মৃত্যুদণ্ড হয়, সেই কারণেই এই বিলকে আইন হিসেবে পাস করাতে চাইছে রাজ্যের তৃণমূল সরকার। অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকার এর বিরোধিতা করছে, তার একটাই কারণ। তারা চাইছে যাতে ধর্ষণকারীর মৃত্যুদণ্ড না হয়।”
কল্যাণের সংযোজন, ”অপরাজিতা বিলের মধ্যে একটি মাত্র সাজা রয়েছে, সেটি হল মৃত্যুদণ্ড। কিন্তু বিজেপি সরকার পুরো বিষয়টিকে লঘু করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে একটা দৃষ্টান্ত তৈরি করতে চাইছেন নারী সুরক্ষার জন্য। কিন্তু বিজেপি সরকার নারী সুরক্ষার কথা ভাবে না। সেই কারণেই তারা অপরাজিতা বিল পাস করাতে চাইছে না।”
তিনি আরও বলেন, ”যদি এই বিল পাস হয় তাহলে হয়ত সবথেকে বেশি বিজেপির লোকেরাই মৃত্যুদণ্ড পাবে। সেই কারণেই বিজেপি সরকার এই বিলের বিপক্ষে।”