Dilip Ghosh News: ফের পুরনো জায়গা ফিরে পেতে চান দিলীপ ঘোষ! এবার এমন কাজ করলেন, চমকে উঠল সকলে! কার শরণাপন্ন হলেন দিলীপ জানেন?

Last Updated:
Dilip Ghosh News: দিলীপ ঘোষ চাইলেও দল তাঁকে ২০২৬-এ প্রার্থী করবে কি না, করলেও তিনি পছন্দের খড়্গপুর আসন ফেরত পাবেন কি না, তা নিয়েও সংশয় থাকছে৷
1/6
শঙ্কর রাই, খড়গপুর: দলীয় নেতৃত্বের সঙ্গে সংঘাত যতই বাড়ুক, ইতিমধ্যেই দিলীপ ঘোষ ইঙ্গিত দিয়েছেন, ২০২৬ সালে তাঁকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হলে তিনি খড়্গপুর কেন্দ্র থেকেই লড়তে আগ্রহী৷ যদিও এ বিষয়ে তিনি দলকে কিছু জানাননি বলেও দাবি করেছেন দিলীপ৷
শঙ্কর রাই, খড়গপুর: দলীয় নেতৃত্বের সঙ্গে সংঘাত যতই বাড়ুক, ইতিমধ্যেই দিলীপ ঘোষ ইঙ্গিত দিয়েছেন, ২০২৬ সালে তাঁকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হলে তিনি খড়্গপুর কেন্দ্র থেকেই লড়তে আগ্রহী৷ যদিও এ বিষয়ে তিনি দলকে কিছু জানাননি বলেও দাবি করেছেন দিলীপ৷
advertisement
2/6
দিলীপ চাইলেও দল তাঁকে ২০২৬-এ প্রার্থী করবে কি না, করলেও তিনি পছন্দের খড়্গপুর আসন ফেরত পাবেন কি না, তা নিয়েও সংশয় থাকছে৷ কারণ এই মুহূর্তে খড়্গপুরের বিধায়ক বিজেপি-রই হিরণ চট্টোপাধ্যায়৷ যিনি আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত৷ ফলে বঙ্গ বিজেপি-র অভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়েনই দিলীপের ইচ্ছেপূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে৷
দিলীপ চাইলেও দল তাঁকে ২০২৬-এ প্রার্থী করবে কি না, করলেও তিনি পছন্দের খড়্গপুর আসন ফেরত পাবেন কি না, তা নিয়েও সংশয় থাকছে৷ কারণ এই মুহূর্তে খড়্গপুরের বিধায়ক বিজেপি-রই হিরণ চট্টোপাধ্যায়৷ যিনি আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত৷ ফলে বঙ্গ বিজেপি-র অভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়েনই দিলীপের ইচ্ছেপূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে৷
advertisement
3/6
এই পরিস্থিতিতে খড়গপুরের মাটিতেই সংকটমোচন হনুমানের পাঠের আয়োজন করলেন দিলীপ ঘোষ। রবিবার তিনি বলেন, ''এখন বাংলাতে এবং আমার সঙ্গে যা হচ্ছে, তার জন্য সংকটমোচন হনুমানকে স্মরণ করছি।'' রবিবার খড়্গপুরে তাঁর রেলের বাংলোতে ২১ দিনের সংকটমোচন হনুমানের পাঠের আয়োজন করলেন দিলীপ ঘোষ। নিজে এই পুজোতে উপস্থিত থেকে তাঁর বিরুদ্ধে থাকা শত্রুদের বিনাশ চেয়ে এই পুজো করলেন বলে তিনি জানান।
এই পরিস্থিতিতে খড়গপুরের মাটিতেই সংকটমোচন হনুমানের পাঠের আয়োজন করলেন দিলীপ ঘোষ। রবিবার তিনি বলেন, ''এখন বাংলাতে এবং আমার সঙ্গে যা হচ্ছে, তার জন্য সংকটমোচন হনুমানকে স্মরণ করছি।'' রবিবার খড়্গপুরে তাঁর রেলের বাংলোতে ২১ দিনের সংকটমোচন হনুমানের পাঠের আয়োজন করলেন দিলীপ ঘোষ। নিজে এই পুজোতে উপস্থিত থেকে তাঁর বিরুদ্ধে থাকা শত্রুদের বিনাশ চেয়ে এই পুজো করলেন বলে তিনি জানান।
advertisement
4/6
রাজ্য সভাপতির পদে নেই। দলের বড় কোনও অনুষ্ঠানে আজকাল আর ডাক পাচ্ছেন না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তবুও তিনি রয়েছেন তাঁর নিজের মতো করে। খড়গপুরে জমিয়ে কর্মীসভাও করেছেন। আর মাঝেমধ্যেই বিস্ফোরক মন্তব্য করছেন দিলীপ ঘোষ।
রাজ্য সভাপতির পদে নেই। দলের বড় কোনও অনুষ্ঠানে আজকাল আর ডাক পাচ্ছেন না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তবুও তিনি রয়েছেন তাঁর নিজের মতো করে। খড়গপুরে জমিয়ে কর্মীসভাও করেছেন। আর মাঝেমধ্যেই বিস্ফোরক মন্তব্য করছেন দিলীপ ঘোষ।
advertisement
5/6
বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করা নিয়ে যে তাঁর ক্ষোভ ছিল, তা আকারে ইঙ্গিতে আগেও বুঝিয়েছিলেন দিলীপ৷ এবার তিনি দাবি করলেন, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে প্রার্থী করার আগে তাঁর সঙ্গে কোনও কথাই বলেনি দলীয় নেতৃত্ব৷
বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করা নিয়ে যে তাঁর ক্ষোভ ছিল, তা আকারে ইঙ্গিতে আগেও বুঝিয়েছিলেন দিলীপ৷ এবার তিনি দাবি করলেন, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে প্রার্থী করার আগে তাঁর সঙ্গে কোনও কথাই বলেনি দলীয় নেতৃত্ব৷
advertisement
6/6
দিলীপ বলেন, দল আমাকে তিন আবার প্রার্থী করেছে৷ আমি কখনওই প্রার্থী হতে চাইনি বা টিকিট চাইনি৷ অমিত শাহ নিজেই বলেছিলেন সিনিয়র নেতাদেরও ভোটে দাঁড়ানো উচিত৷ রাজ্য সভাপতি হওয়ার ছ মাসের মধ্যে আমাকে বিধানসভা নির্বাচনে লড়তে বলা হয়৷ তখন পছন্দের কথা জিজ্ঞেস করায় বলেছিলাম, খড়্গপুর৷ এর পরের বার আমাকে নিজের পছন্দ জিজ্ঞেস করায় বলেছিলাম মেদিনীপুর৷ তৃতীয় বার আমাকে কেউ কিছু জিজ্ঞেস করেনি৷ ফল কী হয়েছে সবাই জানে৷ আমার মনে হয়, দল আমাকে নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করেছিল৷ ফের যে তিনি খড়গপুরেই প্রার্থী হতে চান, তা স্পষ্ট করে দিয়েছেন। সেই সঙ্গে খড়গপুরে এবার আয়োজন করলেন হনুমান চালিশা পাঠেরও।
দিলীপ বলেন, দল আমাকে তিন আবার প্রার্থী করেছে৷ আমি কখনওই প্রার্থী হতে চাইনি বা টিকিট চাইনি৷ অমিত শাহ নিজেই বলেছিলেন সিনিয়র নেতাদেরও ভোটে দাঁড়ানো উচিত৷ রাজ্য সভাপতি হওয়ার ছ মাসের মধ্যে আমাকে বিধানসভা নির্বাচনে লড়তে বলা হয়৷ তখন পছন্দের কথা জিজ্ঞেস করায় বলেছিলাম, খড়্গপুর৷ এর পরের বার আমাকে নিজের পছন্দ জিজ্ঞেস করায় বলেছিলাম মেদিনীপুর৷ তৃতীয় বার আমাকে কেউ কিছু জিজ্ঞেস করেনি৷ ফল কী হয়েছে সবাই জানে৷ আমার মনে হয়, দল আমাকে নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করেছিল৷ ফের যে তিনি খড়গপুরেই প্রার্থী হতে চান, তা স্পষ্ট করে দিয়েছেন। সেই সঙ্গে খড়গপুরে এবার আয়োজন করলেন হনুমান চালিশা পাঠেরও।
advertisement
advertisement
advertisement