Dilip Ghosh News: ফের পুরনো জায়গা ফিরে পেতে চান দিলীপ ঘোষ! এবার এমন কাজ করলেন, চমকে উঠল সকলে! কার শরণাপন্ন হলেন দিলীপ জানেন?
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Dilip Ghosh News: দিলীপ ঘোষ চাইলেও দল তাঁকে ২০২৬-এ প্রার্থী করবে কি না, করলেও তিনি পছন্দের খড়্গপুর আসন ফেরত পাবেন কি না, তা নিয়েও সংশয় থাকছে৷
advertisement
দিলীপ চাইলেও দল তাঁকে ২০২৬-এ প্রার্থী করবে কি না, করলেও তিনি পছন্দের খড়্গপুর আসন ফেরত পাবেন কি না, তা নিয়েও সংশয় থাকছে৷ কারণ এই মুহূর্তে খড়্গপুরের বিধায়ক বিজেপি-রই হিরণ চট্টোপাধ্যায়৷ যিনি আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত৷ ফলে বঙ্গ বিজেপি-র অভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়েনই দিলীপের ইচ্ছেপূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে৷
advertisement
এই পরিস্থিতিতে খড়গপুরের মাটিতেই সংকটমোচন হনুমানের পাঠের আয়োজন করলেন দিলীপ ঘোষ। রবিবার তিনি বলেন, ''এখন বাংলাতে এবং আমার সঙ্গে যা হচ্ছে, তার জন্য সংকটমোচন হনুমানকে স্মরণ করছি।'' রবিবার খড়্গপুরে তাঁর রেলের বাংলোতে ২১ দিনের সংকটমোচন হনুমানের পাঠের আয়োজন করলেন দিলীপ ঘোষ। নিজে এই পুজোতে উপস্থিত থেকে তাঁর বিরুদ্ধে থাকা শত্রুদের বিনাশ চেয়ে এই পুজো করলেন বলে তিনি জানান।
advertisement
advertisement
advertisement
দিলীপ বলেন, দল আমাকে তিন আবার প্রার্থী করেছে৷ আমি কখনওই প্রার্থী হতে চাইনি বা টিকিট চাইনি৷ অমিত শাহ নিজেই বলেছিলেন সিনিয়র নেতাদেরও ভোটে দাঁড়ানো উচিত৷ রাজ্য সভাপতি হওয়ার ছ মাসের মধ্যে আমাকে বিধানসভা নির্বাচনে লড়তে বলা হয়৷ তখন পছন্দের কথা জিজ্ঞেস করায় বলেছিলাম, খড়্গপুর৷ এর পরের বার আমাকে নিজের পছন্দ জিজ্ঞেস করায় বলেছিলাম মেদিনীপুর৷ তৃতীয় বার আমাকে কেউ কিছু জিজ্ঞেস করেনি৷ ফল কী হয়েছে সবাই জানে৷ আমার মনে হয়, দল আমাকে নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করেছিল৷ ফের যে তিনি খড়গপুরেই প্রার্থী হতে চান, তা স্পষ্ট করে দিয়েছেন। সেই সঙ্গে খড়গপুরে এবার আয়োজন করলেন হনুমান চালিশা পাঠেরও।