TRENDING:

কালীপুজোর আগে বাজি নিয়ে 'বড়' সুখবর! 'পরিবেশবান্ধব' বাজিতে 'হ্যাঁ'! ১০ হাজার লাইসেন্স দেবে রাজ্য

Last Updated:

West Bengal Crackers Update|| Kalipuja 2022: রাজ্যে নিষিদ্ধ দূষিত আতশবাজি। তবে পরিবেশ বান্ধব গ্রিনবাজি বিক্রিতে আইনি বাধা নেই। সেইসব মাথায় রেখেই লাইসেন্স দেওয়ার সবুজ সংকেত দিল রাজ্যের দমকল দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কালীপুজোর আগে বাজি নিয়ে সুখবর দিল রাজ্য। গ্রিন বাজি বিক্রি ও মজুদ করার জন্য লাইসেন্স দিতে রাজি হল রাজ্য। রাজ্যে নিষিদ্ধ দূষিত আতশবাজি। তবে পরিবেশ বান্ধব গ্রিনবাজি বিক্রিতে আইনি বাধা নেই। সেইসব মাথায় রেখেই লাইসেন্স দেওয়ার সবুজ সংকেত দিল রাজ্যের দমকল দফতর।
কালীপুজোর আগে বাজি নিয়ে সুখবর
কালীপুজোর আগে বাজি নিয়ে সুখবর
advertisement

জেলাশাসকরাই লাইসেন্স দিতে পারবে গ্রিন বাজি বিক্রি ও মজুদ করার জন্য। পেট্রোলিয়াম অ্যান্ড এক্সক্লুসিভ সেফটি অর্গানাইজেশন (পেসো) ও নীরির ছাড়পত্র পাওয়া গ্রিন বাজি বিক্রির জন্য লাইসেন্স পাবে। এক্ষেত্রে প্রতিটি বাজির বাক্স ও গায়ে লোগো ও কিউআর কোড থাকতে হবে। গোটা রাজ্য প্রায় দশ হাজার লাইসেন্স দেওয়া হবে। প্রতিটি জেলাকে এই নির্দেশিকা দিল রাজ্যের দমকল দফতর।

advertisement

আরও পড়ুন: লক্ষ্য মহিলা ভোট! লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, কন্যাশ্রী নিয়ে ঘরে ঘরে প্রচারের ব্লু-প্রিন্ট তৈরি তৃণমূলের

ইতিমধ্যেই কালীপুজোয় সবুজ বাজির ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়েছে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট এবং পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অরগানাইজেশনরা বাজি বাজারের উপর নজরদারি রাখতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সবুজ বাজি নিয়ে আরও কড়া হোক পুলিশ, সাফ বার্তা আদালতের।

advertisement

এই প্রসঙ্গে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বাজি বাজারে যাতে শুধুমাত্র সবুজ বাজি বিক্রি হয়, তা নিশ্চিত করতে হবে পুলিশকে। আদালতের নির্দেশ কতটা কার্যকর হয়েছে, তার রিপোর্ট জমা দেবে কলকাতা পুলিশের কমিশনার। কালীপুজোর পরে আদালত খুললেই এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।

advertisement

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের 'ধাক্কা' সুপ্রিমকোর্টে! 'অস্বস্তি' বাড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদের!

সেরা ভিডিও

আরও দেখুন
শালের জঙ্গলে ঘেরা 'এই' জায়গা কাপল ফ্রেন্ডলি,মনের ক্লান্তি কাটাতে ঘুরে আসবেন নাকি? রইল খোঁজ
আরও দেখুন

গত বছর সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এখনও সবুজ বাজি নিয়ে রিপোর্ট জমা দিতে পারেনি রাজ্য। সবুজ বাজি বিক্রির লাইসেন্স না পেয়ে ব্যবসায়ীরা হাইকোর্টের দ্বারস্থ হন। মূলত শিলিগুড়ির বাজি বিক্রেতাদের একটি সংগঠন লাইসেন্সের আবেদন করে। এরইমধ্যে মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে শুনানিতে স্পষ্ট হয়ে যায় রাজ্যে সবুজ বাজির তৈরির জায়গা নেই।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কালীপুজোর আগে বাজি নিয়ে 'বড়' সুখবর! 'পরিবেশবান্ধব' বাজিতে 'হ্যাঁ'! ১০ হাজার লাইসেন্স দেবে রাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল